নোয়াখালীতে সাজানো ঘটনায়
প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ
বেলাল হোসেন কামাল, ব্যুরো চিফ, নোয়াখালী।।
নোয়াখালী জেলার সদর উপজেলাধীন ৭নং ধর্মপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা মৃত ছৈয়দ আহাম্মদ-এর ছেলে মোঃ ইউনুছ (৫১) দীর্ঘদিন যাবত প্রবাসে জীবন যাপন করছেন। পারিবারিক একটি ঘটনাকে কেন্দ্র করে একই গ্রামের জুয়েল, আবদুল মতিন ও জায়েদা খাতুনের সাথে বিরোধের সূত্রপাত হয়। এই ঘটনায় মোঃ ইউনুছ উপরোক্ত তিনজনের বিরুদ্ধে সুধারাম মডেল থানায় একটি সাধারণ ডায়েরী (যার নং-১১৬৯, তাং-১৬/১২/২০২৪ইং) করেন। সাধারণ ডায়েরী করার পর জনাব মোঃ ইউনুছকে বিবাদীগণ বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিতে থাকেন বলে অভিযোগ করেন। পরবর্তী কোন উপায়ন্ত না দেখে মোঃ ইউনুছ উল্লেখিত তিন জনের বিরুদ্ধে নোয়াখালী পুলিশ সুপার বরাবরে গত ২৫/১২/২০২৪ইং (যা বর্তমানে ডিবিতে তদন্তনাধীন আছে) একটি অভিযোগ দায়ের করেন বলে গণমাধ্যমকে বলেন। তিনি আরও উল্লেখ করেন যে, বিবাদীগণ তার সাধারণ ডায়েরী ও অভিযোগ থেকে বাঁচার জন্য এবং সাধারণ ডায়েরী ও অভিযোগকে অন্যখাতে প্রবাহিত করার জন্য গত ৩০/১২/২০২৪ইং নিজের পুকুরের মাছ নিজেরা বিষ প্রয়োগে মেরে তাকে ফাঁসানোর চেষ্টা করছেন। ভবিষ্যতে এর চেয়েও বড় ধরনের মারত্মক ঘটনা নিজেরা ঘটিয়ে তাকে ফাঁসানোর চেষ্টা করতে পারেন বলে জানান। এই বিষয়ে তিনি গণমাধ্যম কর্মীদের ও আইন সৃঙ্খলা বাহিনীর সহযোগীতা কামনা করেন।