রিপোর্টার এমরান হোসেন সোহাগ
নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়নের সোমপাড়ার, সন্ত্রাসী সেলিম কন্ট্রেক্টর ও তার ছেলে হারুনের চাঁদাবাজিতে ভুক্তভুগী ডুবাই প্রবাসী সৌরভ হোসেন, নিউজ করতে গিয়ে হামলার শিকার স্থানীয় সাংবাদিক ।
নোয়াখালীর চাটখিল উপজেলার ১নং সাহাপুর ইউনিয়নের সোমপাড়া গ্রামের জাগীদার বাড়ির মৃত আফাজ মেয়ার ছোট ছেলে, প্রবাসী সৌরভ হোসেন তার নিজক্রয়কৃত বসত বাড়ির সামনে মার্কেট তৈরি করতে বিশ্বাস করে তার ভাই সন্ত্রাসী সেলিম(৪৫) কে বিল্ডিং নির্মানের কাজে নিয়োগ দেয়, কিন্তু তিনি প্রাবসী সৌরভ এর অনুপস্থিতিতে তার ইচ্ছেমতো কাজে গাফেলতি করে দৈনিক অতিরিক্ত লেভারের হাজিরা আদায় করে নেয়, সৌরভ হোসেনের স্ত্রী রিতু আক্তার ও শসুর ইসমাইল হোসেন বিষয়টি নিয়ে সন্ত্রাসী সেলিম কন্টেক্টর কে জিজ্ঞেস করায় তাদের উপর ক্ষিপ্ত হয়ে তাদের মারদর করতে যায় এবং নানান রকম হুমকি দেয় , প্রান ভয়ে রিতু আক্তার তার বাবাকে নিয়ে স্বামীর বাড়ি ছেড়ে পিতার বাড়িতে আশ্রয় নেয় , পরবর্তী তে বিষয়টি প্রবাসী সৌরভ হোসেন কে জানায়, সৌরভ কাজের গাফিলতি ও তার থেকে অনৈতিক ভাবে অতিরিক্ত অর্থ আদায় করায় সেলিম কন্টেক্টর'কে কল করে কাজ থেকে বিতাড়িত করে , ক্ষিপ্ত হয়ে সেলিম কন্টেক্টর ও তার ছেলে হারুন প্রবাসী সৌরভ এর থেকে ৩ লক্ষ টাকা চাঁদার দাবি করে,অন্যথায় দেশে আসলে গুলি করে হত্যা এবং তার (৩তালা) বসতবাড়ী আগুনে ঝালিয়ে দিবে বলে হুমকি দেয়, এবং তার নির্মানাদিন দোকানে তালা জুলিয়ে দেয়, এই বিষয়টি নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হওয়ায় বিষয়টি নিয়ে রিপোর্ট করতে যায় স্থানীয় সাংবাদিক এমরান হোসেন সোহাগ, এ বিষয়ে ক্যামরার সামনে কোনো কথা বলতে রাজি না হয়ে সেলিম কন্টেক্টর কিছু কথা বলে অযুহাত দেখিয়ে উঠে চলে যায়,যা গোপন ক্যামরায় সাংবাদিক এমরান হোসেন ধারণ করে,এটি কোনোভাবে টের পেয়ে কিছুক্ষন পর সাংবাদিক এমরান হোসেন সোহাগ'কে রাস্তা অবরোধ করে সেলিম কন্টেক্টর ও তার ছেলে (সন্ত্রাসী হারুন) সোমপাড়া পশ্চিম বাজারে ধরে কোনোপ্রকার নিউজ করতে নিষেধ করে এবং বিভিন্ন খারাপ ভাষায় গাল-মন্দ করে, সাংবাদিক এমরান হোসেন সোহাগ ভিডিও ধারণের চেষ্টা করলে সন্ত্রাসী হারুন জনসম্মুখে টানাহেঁচড়া করে বলে এই বিষয়ে কোন নিউজ যেনো না করা হয় এবং তার দলবলের হুমকি ও রাস্তার উপর গুলি করে হত্যা করবে বলে হুমকি দেয়, একপর্যায়ে স্থানীয় লোকজন এসে সাংবাদিক এমরান হোসেন সোহাগ কে সন্ত্রাসী সেলিম ও হারুনের হাত থেকে ছাড়িয়ে নেয়, এই বিষয়ে চাটখিল থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে সাংবাদিক এমরান হোসেন সোহাগ, চাঁদাবাজির ভুক্তভোগী প্রবাসী সৌরভ হোসেন ১নং সাহাপুর ইউনিয়নের চেয়ারম্যান কে মোবাইলে কল করে অবগত করে, এবং সোমপাড়া বাজারের সাধারণ সম্পাদক গোলাম মাহাবুব সাহেব কে মোবাইলে কল করে সন্ত্রাসী সেলিম ও তার ছেলেদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য আবেদন করেন।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন