পরিবার পরিকল্পনা জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ক্যাম্প সম্পন্ন
মোঃ জাহিদুল ইসলাম শিহাব সন্দ্বীপ (চট্টগ্রাম)
২০ মে ২০২৪ ইং রোজ সোমবার সকাল ১০টায়
পরিবার কল্যান সেবা ও প্রচার উপলক্ষে সন্দ্বীপ উপজেলা পরিবার পরিকল্পনা কেন্দ্রে স্হায়ী ও দীর্ঘমেয়াদী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির ক্যাম্প অনুষ্ঠিত হয়।
উক্ত ক্যাম্প পরিচালনা করেন সন্দ্বীপ উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আবদুল মতিন।
এতে সার্জন হিসাবে উপস্থিত ছিলেন প্রোগ্রাম ম্যানোজার ম্যারি স্টাফ ডাক্তার মোহাম্মদ উল্ল্যাহ,
মেডিকেল অফিসার এমসিএইচএফপি ডাক্তার শাওরীন ফেরদৌস আবেদীন।
আয়োজিত ক্যাম্পে ৪০ জন দম্পতি কে সম্পন্ন বিনামূল্যে পাঁচ বছর মেয়াদি জম্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ইমপ্লান্ট সেবা প্রদান করা হয়, এবং পরিবার পরিকল্পনা অফিসের তত্ত্বাবধানে পরিচালিত পাঁচ বছর মেয়াদি জম্ম নিয়ন্ত্রণ পদ্ধতি পরিচালিত হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন মুছাপুর পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ ইসমাইল, মাইটভাংগা ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ মাইন উদ্দিন, সারিকাইত ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক শিমুল মজুমদার, হারামিয়া ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক রানা মজুমদার প্রমুখ।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন