পাইকগাছায় ভোক্তা অধিকার সংরক্ষণের সভা অনুষ্ঠিত
মোঃ রাজু আহম্মেদ
পাইকগাছায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন’র সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সহকারী কমিশনার ভূমি মো. ইফতেখারুল ইসলাম শামীম, ওসি মো. সবজেল হোসেন, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সঞ্জয় রায়, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. পার্থ প্রতিম রায়, কৃষি অফিসার একরামুল হোসেন, উপজেলা প্রকৌশলী মো. শাফিন শোয়েব, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, ইউআরসি ইন্সট্রাক্টর মো. ঈমান উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা ওয়াহিদ মুরাদ, আনসার ও ভিডিপি কর্মকর্তা মৌলুদা খাতুন, তথ্য কর্মকর্তা তন্বী দাশ, বন কর্মকর্তা প্রবীর কুমার দত্ত, পিআইও রাজিব বিশ্বাস,
একাডেমিক সুপারভাইজার মীর নূরে আলম সিদ্দিকী, স্বাস্থ্যের উপ সহকারী প্রকৌশলী প্রশান্ত পাল, পাউবোর উপ সহকারী প্রকৌশলী মো. রিয়াজ উল আজাদ, ভার. প্রধান শিক্ষক মো. আব্দুল ওহাব ও দেবাশীষ সরদার, সহকারী অধ্যাপক মুহা. আবু সাদেক, ইউপি চেয়ারম্যান, জিএম আব্দুস সালাম কেরু, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান আব্দুলাহ সরদার, জাহাঙ্গীর আলম সানা, শেখ খোরশেদুজ্জামান, পীযুষ কান্তি মন্ডল, স্যানিটারি ইন্সপেক্টর উদয় মন্ডল, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পাটজাতদ্রব্য যথাযথ ব্যবহার, মাছে পুশ ও মাছের পোনা আহরণে সরকারি নির্দেশনা বাস্তবায়ন, সড়ক দুর্ঘটনা রোধে জনসচেতনতা বৃদ্ধি সহ কার্যকর পদক্ষেপ গ্রহণ সহ বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন