পাবনার খ্রীষ্টিয়ান মিশন হাউজে স্টার সানডে উদযাপন
স্বপন দাস: স্টার রিপোর্টার
তাং: ২০/০৪/২০২৫ খ্রী:
আজ পাবনা খ্রীষ্টিয়ান ব্যাপ্টিষ্ট চার্চ, মিশন হাউজে স্টার সানডে উদযাপন অনুষ্ঠিত হয়। এই উপলক্ষে পাবনার সকল খ্রীষ্টিয়ান একট্রিত হয়। ভোর ৬:০০ টায় পাবনা আরিফপুর খ্রীষ্টিয়ান কবর স্থানে প্রভু যীশুর পুনূরুর্থান উপলক্ষে আরিফপুর কবরস্থানে উপাসনা করেন। এইদিনে প্রভু যীশুর করব হতে পুনূরুথিত হয়েছেন। পাবনা সহ সারা বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে উদযাপিত হয়। এবং সকালে ৮;:৩০ মিনিটে পাবনা ব্যাপ্টিষ্ট চার্চ এ স্টার সানডের উপাসনা এ মিলিত হয়। এবং উপাসনার শেষে অন্যান্য প্রগ্ৰামের পর দুপুরে সকলে নৈশভোজে আহারে মিলিত হয়।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন