পাবনা খ্রীষ্টিয়ান মিশন হাউজে, চার্চের পুরোহিত(পাষ্টর) কে খুনের হুমকি ও হামলা
স্টাফ রিপোর্টার: 24Hrs TV
পাবনা খ্রীষ্টিয়ান মিশন হাউজে , চার্চের র্পুরোহিত/পাষ্টরকে ধারালো অস্ত্রো হাতে খুন করার হুমকি দেন কুষ্টিয়া থেকে খুনের দায়ে পালিয়ে আসা বর্তমান পাবনা অবস্থানরত স্বাধীন বিশ্বাস।
গত ২৬শে আগষ্ট আনুমানিক বিকাল ৫:৩০ টায় পাবনা সদর খ্রীষ্টিয়ান মিশন হাউজে ধারালো অস্ত্র দিয়ে পাবনা খ্রীষ্টিয়ান চার্চের পুরোহিতকে খুনের হুমকি দেন এবং পাবনা মিশন থেকে দ্রুত পাবনা ত্যাগ করার হুমকি ও চাপ সৃষ্টি করেন স্বাধীন বিশ্বাস। এবং সন্ধ্যা পরে কয়েক জন সন্ত্রাসী সহ স্বাধীন বিশ্বাস মিশন হাউজ হামলা করার ফলে, খবর পেয়ে পাবনা থানার তিন ভ্যান পুলিশ বাহিনী চার্চে মিশন হাউজে ঘটনা স্থলে উপস্থিত হয়ে হামলা কারীদের নিয়ন্ত্রণে আনে ।
পরের দিন ২৭ শে আগষ্ট ২০২৪ খ্রী; বিকেলে স্বাধীন বিশ্বাস মিশন হাউজে খ্রীষ্টিয়ান পরিবারের বাড়ির গেটগুলোর উপরে লাল পতাকা স্থাপন চিন্হিত করে বড় ধরনের মারাত্মক ভাবে ফাঁদে ফেলতে চেষ্টা করে।
ঘটনার পরিপ্রেক্ষিতে এক দের ঘন্টা পরে প্রায় ২০০জন সমন্বয়কারী পাবনা খ্রীষ্টিয়ান মিশন হাউজে হাজির হয়ে যায়। সমন্বয়কারী আসার কিছুক্ষণ পরেই খবর পেয়ে মিশন হাউজে উপস্থিত হয়ে যায় সেনাবাহিনীর দল। সেনাবাহিনীরা ঢুকে উপস্থিত জনগণের ভিড় দেখে, সন্ত্রাসীদের হামলাকারী মনে করে মিশনের সাধারণ জনগণ ও সমন্বয়কারীদর সহ একপর্যায়ে সাবার উপরে লাঠিচার্জ করা শুরু করে ,এতে অনেকে আহত হন। সেনাবাহিনী পরে বুঝতে পেরে লাঠিচার্জ বন্ধ করে সবাইকে sorry বলে । পর মূহুর্তে সমন্বয়কারীদের সহায়তায় সেনাবাহিনী, হামলাকারী স্বাধীন বিশ্বাসের বাড়িতে তল্লাশি চালায় , ঐ মুহুর্তে তাকে পাওয়া যায়নি কিন্তু হামলাকারী স্বাধীন বিশ্বাসের বাড়ি থেকে দুটি ধারালো অস্ত্র রামদা ও আরো একটি লম্বা মাথা বাঁকানো ধারালো অস্ত্র উদ্ধার করেন সেনাবাহিনী।
সমন্বয়কারীরা মিশনের খ্রীষ্টিয়ান জনসাধারণকে তাদের পাশে থাকার আশ্বাস দেন। আরো বলেন মিশনের সুরক্ষা জন্য সহযোগিতা করবেন এবং হামলাকারীর ব্যাপারে তদন্ত করবেন।