পীরগাছায় ঘরের দরজার চৌকাঠের সঙ্গে গলায় ফাঁস দিয়ে এক গৃহবধূ আত্মহত্যা-
রংপুর জেলা প্রতিনিধি-
রংপুরের পীরগাছায় ঘরের দরজার চৌকাঠের সঙ্গে গলায় ফাঁস দিয়ে হাওয়া মনি নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।
মঙ্গলবার (১১ জুন) বিকেলে উপজেলার ছাওলা ইউনিয়নের শিবদেব এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, চার মাস আগে একই গ্রামের খালাতো ভাইয়ের সঙ্গে বিয়ে হয় হাওয়া মনির। বিয়ের পর হাওয়া মনি তার স্বামীর বাড়িতে গিয়ে ঘর সংসার করতে থাকেন। মঙ্গলবার বিকেলে শ্বশুরবাড়ির লোকজন তিস্তা নদীর চরে বাদাম তোলার কাজে ব্যস্ত থাকায় ফাঁকা বাড়িতে হাওয়া মনি ঘরের দরজার চৌকাঠের সঙ্গে ফাঁস দেন।
কী কারণে হাওয়া মনি আত্মহত্যা করেছেন বলতে পারছেন না তাঁর পরিবারের সদস্যরা। শ্বশুরবাড়ির লোকজন জানান, সবার সঙ্গে হাওয়া মনির সম্পর্ক ভালো ছিল। কোনো ঝগড়া-বিবাদ ছিল না।
পীরগাছা থানার অফিসার ইনর্চাজ, সুশান্ত কুমার সরকার বিষয়টি নিশ্চিত করে বলেন, সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে হাজির হয়। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনিব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন