পীরগাছায় পরিবারের সবাইকে ঘুমের ওষুধ খাইয়ে চুরি-
পীরগাছা (রংপুর) প্রতিনিধি -
রংপুরের পীরগাছায় পরিবারের সবাইকে নলকূপের পানির সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে এক পরিবারের সবাইকে অচেতন করে চুরির ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রামগোপাল এলাকায় এ ঘটনা ঘটে। শুক্রবার সন্ধায় ওই পরিবারের দুইজন পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিকভাবে চিকিৎসা গ্রহণ করেন এবং একজন স্থানীয় পল্লী চিকিৎসক দ্বারা চিকিৎসা গ্রহণ করেন ।
পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার তাম্বুলপুর ইউনিয়নের রামগোপাল এলাকার নুর আলমের পরিবারের সদস্যরা বৃহস্পতিবার রাতে খাবার খাওয়ার পর ঘুমিয়ে পড়েন।
শুক্রবার সকালে অনেক বেলা পর্যন্ত তারা ঘুমাচ্ছিলেন। একপর্যায়ে প্রতিবেশীরা বুঝতে পারেন বাড়ির সবাই ঘুমের ঘোরে অচেতন অবস্থায় রয়েছেন। এই অবস্থায় স্থানীয়রা তাদের ডেকে তোলেন।
পরে ওই পরিবারের দুইজন পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিকভাবে চিকিৎসা গ্রহণ করেন এবং একজন স্থানীয় পল্লী চিকিৎসক দ্বারা চিকিৎসা গ্রহণ করেন ।
কৃষক নুর আলম মিয়া (৫২),ছেলে রিয়াদ ইসলাম রিদয়,পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন এবং তার স্ত্রী মোছাঃরুজিনা বেগম স্থানীয় পল্লী চিকিৎসক দ্বারা চিকিৎসা গ্রহণ করেন ।
জেলেকা বেগম,বলেন, সকালে আমরা নুর আলম মিয়ার বাড়িতে গিয়ে দেখি সবাই অঘোরে ঘুমাচ্ছে। ঘুমের জন্য কেও উঠতেও পারছে না। তার ছেলে সহ পরিবারের সবারই একই অবস্থা। সব কিছু এলোমেলো অবস্থায় আছে।নুর আলম মিয়ার স্ত্রী রুজিনা বেগম স্থানীয় চিকিৎসক দ্বারা চিকিৎসা গ্রহন করে এবং নুর আলম মিয়া ও তার ছেলে রিয়াদ ইসলাম রিদয় পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ গিয়ে প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে। রাতে ৩ ভড়ি স্বর্ণালংকারসহ নগদ ১০.০০০/- টাকা নিয়ে গেছে।
পীরগাছা থানার পুলিশ পরিদর্শক তদন্ত,সেলিমুর রহমান সেলিম বলেন,এ বিষয়ে পীরগাছা থানায় নুর আলম মিয়া বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেছেন। এ ঘটনায় তদন্ত চলছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন