পূর্বধলায় স্থানীয় এমপি আহমদ হোসেনের ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ
ডাঃএ,কে, আজাদ খান (পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি)
প্রকাশের সময় : রবিবার, ১৬ জুন, ২০২৪
(ডাঃএ,কে,আজাদ খান) পূর্বধলা নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলায় সংসদ সদস্য আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আহমদ হোসেনের ঐচ্ছিক তহবিল হতে ববাদ্দকৃত অনুদানের চেক বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার (১৬ জুন) উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা ছাত্রলীগ নেতাকর্মীদের মাঝে এই চেক বিতরণ করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মো. খবিরুল আহসান’র সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নিজাম উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোতাহার হোসেন বকুল, সাবেক ছাত্রলীগ সভাপতি আবুল কালাম তালুকদার সহ আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ্য সাংসদের ঐচ্ছিক তহবিল থেকে ৭০ জন নেতাকর্মীদের ৩ হাজার টাকা করে মোট ২ লক্ষ ১০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন