পৌষ সংক্রান্তি তথা আলন্তি উৎসব ও আমার দুটো কথার স্মৃতিচারণ!!!
টুয়েন্টি ফোর আওয়ার্স টিভির বাংলাদেশ প্রতিনিধি দিলীপ কান্তি নাথের তথ্যচিত্রে দেখুন
হায়রে আলন্তি!!
একটা সময় এই আলন্তি তথা পৌষ সংক্রান্তির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করতাম, কখন দিনটি আসবে?
কারণ, ছোটবেলায় স্কুলে পড়ার সময়, এই আলন্তির দিনে ভোরবেলায় বাবার 'চিৎকার চেচামেচি'তে আমাদের ঘুম ভাঙ্গতো।
ঘুম থেকে উঠেই তেখতাম, ঠাম্মা আর মা নানা জাতের পিঠা পায়েস করা নিয়ে সেই রাত থেকেই কি মহা ব্যস্ততা।
সেসময় বাবার ধমক খেয়ে ঘুম ভাঙ্গার পর ষরিষার তৈল গায়ে মেখে অন্ধকার থাকতে থাকতেই পাশের পুকুরে প্রচন্ড শীতের মধ্যে স্নান করে এসে শীত থেকে বাঁচতে বাড়ির উঠানে ক্ষের বিছানো আগুনের তাপ নিতাম।
এরপর সকাল ৯টার পরই আমি খোকন কাকা, জিতু, কানাই, সুব্রতসহ আমরা কয়েকজন খোল কর্তাল, কাশা নিয়ে নগরকীর্তনে বের হয়ে যেতাম।
প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে কীর্তন করে বাড়িঘর থেকে পাওযা প্রচুর কদমা, বাতাসা, খেজুরের গুড় ও নগদ টাকা নিযে ফিরতাম।
এরপর খোকন কাকার বাড়িতে বসে সেসব আমরা সমান ভাগে ভাগ করে স্ব স্ব বাসায ফিরতাম।
আর আজ পৌষ সংক্রান্তি তথা আলন্তির দিনে এসব খুঁজেই পাইনা। কেবলই সব যেন 'স্মৃতিময়' ঘটনা মনে হয়।
মোদ্দা কথা হল, পৌষ সংক্রান্তির এইসব দিনগুলি জীবদ্দশায় আর কখনও এমনটা দেখে যেতে পারবো কিনা, জানিনা।
তবে 'সেকাল আর একাল' এর এসব চিরচেনা সংস্কৃতির আজ বড়ই পার্থ্যক্য অনুভব করি 😭
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন
উপ-সম্পাদক: সাইফুল ইসলাম ফাহাদ
All rights reserved © 2025