প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় আসতে চান গৌরীপুরের ভূমিহীন দরিদ্র মুচি দিনেশ কুমার দাস
মোঃ মনিরুল ইসলাম খান, ময়মনসিংহ প্রতিনিধি
গৌরীপুর পাঠবাজার ঐতিহ্যবাহী বটগাছের নিচে দৈর্ঘ্যদিন ধরে জুতা সেলাই করা, ভূমিহীন মুচি দিনেশ কুমার দাসের নিজের কোনো ভিটে মাটি নাই, নিদিষ্ট কোনো বসতঘরও নেই। গৌরীপুর পৌর সভার কালীপুর মধ্য তরফ মোঃ হারুন মিয়াদের জমিতে বসবাস করেন। বর্তমানে হারুন সাহেব দিনেশের পরিবারকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বলতেছে। তারপরও হারুন সাহেবের উপর কৃতজ্ঞতা জানান তিনি, কারণ উনার আশ্রয় না পেলে এতোদিন ঘুমানোর জায়গাটা হতো না। নিজে জুতা সেলাই করে যা উপার্জন করেন তা দিয়ে বর্তমানের ঊধ্বগতির বাজারে সংসার চলে না। স্ত্রী ও তিন সন্তান এর পরিবারে তিনি একমাত্র উপার্জনকারী। জায়গা কিনার কথা তো স্বপ্নেও ভাবতে পারে না।
তিনি বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসহায় ও দরিদ্র ভিটে মাটিহীন মানুষদের আশ্রয় প্রকল্পের ঘর দেওয়ার কথা শুনেছেন। কিছুদিন আগে গৌরীপুরের মাননীয় সংসদ সদস্য এডভোকেট নিলুফার আনজুম পপি এমপির সহযোগিতায়, রিকশা চালক হাবিবকে প্রধানমন্ত্রীর উপহার ঘর, জমি, রিকশা দিয়েছেন। তাই উনি আশাবাদী সত্য মিথ্যা যাছাই বাছায়ের মাধ্যমে মাননীয় সংসদ সদস্য উনাকেও প্রধানমন্ত্রীর উপহার পাওয়ার ব্যবস্থা করে দিবেন। স্থানীয় সাংবাদিকদের উপস্থিতিতে তিনি নিলুফার আনজুম পপি এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করেন।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন