রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ১২:৪৫ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
ফাজিলপুর হাইওয়ে থানার বিশেষ অভিযানে ১ হাজার পিছ ইয়াবা সহ ১ কারবারি আটক
/ ২৫৩ Time View
Update : শনিবার, ২৫ মে, ২০২৪, ৪:১০ অপরাহ্ন

ফাজিলপুর হাইওয়ে থানার বিশেষ অভিযানে ১ হাজার পিছ ইয়াবা সহ ১ কারবারি আটক

সাইফুল ইসলাম ফাহাদ,স্টাফ রিপোর্টার:-
শনিবার (২৫ মে ২০২৪) সকাল ১১টা ৪০ মিনিটে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের অতিরিক্ত ডিআইজি মো: খাইরুল আলম এর নির্দেশনা নির্দেশনা মোতাবেক ফাজিলপুর হাইওয়ে থানার বিশেষ অভিযান চলাকালে এএসআই (নিঃ) আলতাফ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে ফেনী জেলার ছাগলনাইয়া থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামূখী লেইনের নিজকুঞ্জরা নামকস্থানে চেকপোস্ট করাকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী লালসবুজ বাস যার রেজিঃ নং-ঢাকা মেট্রো- ব-১২-২৫৬৬ গাড়ীটি সংকেত দিলে উক্ত
বাসটি দাঁড়ায়। পরবর্তীতে সংগীয় ফোর্সসহ বাস তল্লাশী কালীন সময়ে সীট নং-ডি-২ এর যাত্রীর হাতে কাগজের শপিং ব্যাগ তল্লাশি করে তার নিকট হতে ১০০০ (একহাজার) পিছ ইয়াবা এবং ০৪টি সাংবাদিক আইডি কার্ড পেয়ে হেফাজতে নেওয়া হয়। ধৃত যাত্রীকে জিজ্ঞাসা করলে তার নাম রাখিবুল হাসান (৪৫), পিতাঃ ছিদ্দিক ভূঁইয়া, মাতাঃ রহিমা বেগম, বাসা /হোল্ডিং নং-১৩/০২, গ্রাম/রাস্তা- নতুন পল্টন লাইন, ডাকঘর- নিউমার্কেট-১২০৫, থানাঃ লালবাগ, ঢাকা এবং স্থায়ী ঠিকানাঃ সাং- পাকুন্দা,
থানাঃ সোনারগাঁও, জেলাঃ নারায়ণগঞ্জ এবং ব্যাগের ভিতর ১০০০ (একহাজার) পিছ ইয়াবা আছে মর্মে স্বীকার করে। উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় বর্ণিত আসামীর হাতে থাকা শপিং ব্যাগের ভিতরে রক্ষিত সাদা রংয়ের জিপারে সাদা কসটিপ দিয়ে মোড়ানো ০৫ টি পোটলার ভিতর হতে প্রতিটিতে ২০০ পিছ করে (২,০০X৫)= সর্বমোট ১০০০ (এক হাজার) পিছ ইয়াবা ট্যাবলেট যার অনুমান মূল্য (১,০০০ X ৩০০) = ৩,০০,০০০ (তিন লক্ষ) টাকা উদ্ধার করা হয় যার ওজন অনুঃ ১০০ গ্রাম। তাৎক্ষনিক আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য এসআই (নিঃ) মোঃ নুর সোলেমানকে দ্রুত ঘটনাস্থলে প্রেরণ করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয় উপস্থিত সাক্ষীদের মোকাবেলায় আলামত জব্দ তালিকা মূলে জব্দ করেন এবং আসামীকে হেফাজতে নেন। এ সংক্রান্তে ফেনী জেলার ছাগলনাইয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন আছে।

আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Our Like Page