বগুড়ায় ট্রাক চাপায় নিহত এক আহত এক।
রিপোর্টার
আরিফুল ইসলাম
বগুড়ার দুপচাঁচিয়াতে সড়ক দুর্ঘটনায় তারেকুল ইসলাম (১৮) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুরের দিকে বগুড়া – নওগাঁ আঞ্চলিক মহাসড়কের দুপচাঁচিয়া উপজেলার চৌমুহনী বাজারের অদূরে মাদ্রাসা সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত তারেকুল ইসলাম দুপচাঁচিয়া উপজেলার সদর ইউনিয়নের আনছার আলীর ছেলে। এ ঘটনায় তারেকুলের সাথে মোটরসাইকেলে থাকা তার বন্ধু নাহিদ গুরুতর আহত হন। তিনি বর্তমানে বগুড়া টি এম এসএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সনাতন চন্দ্র সরকার জানান, গতকাল দুপুরের দিকে তারাজুন এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে আলতাফ নগর যাওয়ার জন্য রওনা হন তারেকুল ও নাহিদ। তারেকুল মোটরসাইকেল চালাচ্ছিলেন। পথে উক্তস্থানে পৌঁছলে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে বগুড়া গামী একটি ট্রাকের সাথে ধাক্কা লাগে এবং তারা দুজনই গুরুতর আহত হন ও তাদের মোটরসাইকেলটি দুমড়ে মুচরে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে প্রথমে দুপচাঁচিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্য চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখান থেকে তাদেরকে টি এম এসএস হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। পরে বিকেলে দিকে চিকিৎসাধীন অবস্থায় তারেকুলের মৃত্যু হয়। নাহিদ একই হাসপাতালে বর্তমান চিকিৎসাধীন রয়েছেন। (ওসি) আরো জানান এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক হেলপার পালিয়ে গেছে।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন