

বরগুনা জেলার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন।
মাহবুব বিশ্বাস বরগুনা প্রতিনিধি।
বরগুনা জেলার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে বুধবার স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করা হয়েছে। কর্মসূচীর মধ্যে ছিল ৩১ বার তোপধ্বনি, জাতীয় পতাকা উত্তোলন, স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, চিত্রাঙ্গণ প্রতিযোগী,দোয়া মোনাজাত ও আলোচনা সভা।
বুধবার প্রভাতে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। পরে সুর্যোদ্বয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, সকাল ৯ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণের শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসন, বিএনপি, যুবদল, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সামাজিক সংগঠন পুস্পস্তবক অর্পণ করেছে। পরে আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণ মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আশরাফুল আলম সভাপতিত্ব করেন। আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান, কৃষি কর্মকতার্ মোঃ রাসেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ মুহাম্মদ জামাল হুসাইন, সমাজ সেবা অফিসার মাঞ্জুরুল হক কাওসার, যুব উন্নয়ন অফিসার সাইফুল ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম টারজান প্রমুখ।
—————————————————————————————————————————————————————————————————————————————————————————————————
বরগুনা জেলার আমতলী উপজেলায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা।
মাহবুব বিশ্বাস বরগুনা প্রতিনিধি।
বরগুনা জেলার আমতলী উপজেলা প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয়া হয়েছে। আমতলী উপজেলা পরিষদ প্রাঙ্গণ মাঠে বুধবার মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে সংবর্ধণা সভায় উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে করেন। আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার (ভুমি) তারেক হাসান, কৃষি কর্মকতার্ মোঃ রাসেল, প্রকল্প বাস্তবায়ন কর্মকতার্ মুহাম্মদ জামাল হুসাইন, সমাজ সেবা অফিসার মাঞ্জুরুল হক কাওসার, যুব উন্নয়ন অফিসার সাইফুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম তালুকদার, শাহ আলম আকন ও গাজী দেলোয়ার হোসেন প্রমুখ।
মাহবুব বিশ্বাস
বরগুনা
০১৭২৯৪৭৭৯২০