বাঁশখালীতে বিশালাকার একটি হাতিকে কুপিয়ে কুপিয়ে হত্যা করে হাতির মূল্যবান দাঁত নিয়ে গেছে দস্যুরা।
ডেক্স রিপোর্ট: শরীরের ক্ষত-বিক্ষত হাতিটি পঁচে ফুলে মোটা হয়ে পড়ে থাকার ৩দিন পর স্থানীয় বন বিভাগ গত মঙ্গলবার (৮এপ্রিল) রাতে খবর পেলেও বুধবার (৯ এপ্রিল) সন্ধ্যা পর্যন্ত ময়না তদন্ত করেনি। ঘটনাস্থলে হাতিটি পড়ে আছে।
পৃথিবীর বিশালকার স্থলচর প্রাণী এই হাতিকে নির্মমভাবে হত্যার ঘটনাস্থলটি হচ্ছে বন বিভাগের জলদী রেঞ্জের আওতাধীন বাঁশখালী পৌরসভার জঙ্গল জলদী মনুরমার ঝিরি পাহাড়ি এলাকায়। ঘটনাস্থলটি উপজেলা সদর থেকে মাত্র ৪/৫ কিলোমিটার দূরে হলেও হাতিটিকে হত্যা করে মূল্যবান দাঁত নিয়ে যাবার ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোন মামলা কিংবা জিডি হয়নি।
মৃত হাতিটি দেখা প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা গেছে, হাতিটির বিশালকার ২টি দাঁতের অংশ মাথা কুপিয়ে শরীর থেকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছে এবং মুখের ভিতর থাকা আরও ছোট ২৪টি দাঁতের অংশও ক্ষত-বিক্ষত করা হয়েছে। ৪ পা’য়ের বিভিন্ন অংশেও ক্ষত চিহ্ন আছে। হাতিটি পঁচে ফুলে গন্ধ ছড়াচ্ছে।
এ বিষয়ে বন বিভাগের জলদী রেঞ্জ কর্মকর্তা শাহ আলম বলেন, ‘হাতিটি ময়না তদন্তের জন্য বিশেষজ্ঞ ডাক্তার আনা হবে এবং উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুসারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন