

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কমিটি গঠন”
মোঃ রেজাউল করিম,
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশে।
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন শ্রীপুর উপজেলায় পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়।
গাজীপুর জেলা শ্রীপুর উপজেলা শাখার বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন,জনাব আবুল কালাম আজাদ এবং সেক্রেটারি মোঃ মেছবাহ উদ্দিন।
১৪ সেপ্টেম্বর রোজ শনিবার সকাল ১০ঘটিকার সময় শ্রীপুর নবারুণ ক্লাব এর হল রুমে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার প্রধান ও সহকারী শিক্ষকদের উপস্থিতিতে আলোচনার ভিত্তিতে বরামা ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মো.আবুল কালাম আজাদকে সভাপতি ও বামনগাঁও আশ্রাফিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মোঃ মিছবাহ উদ্দিনকে জেনারেল সেক্রেটারি করে ১৪ সদস্যে বিশিষ্ট কার্যকরী পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের গাজীপুর জেলা সভাপতি অধ্যাপক মোঃমোজাম্মেল হক।বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতের ইসলামীর আমীর মাওলানা মোঃ নূরুল ইসলাম ও শ্রীপুর পৌর জামায়াতের আমীর মাওলানা মোঃ জাহাঙ্গীর কবির।
২০২৪-২০২৫ইং সেশনের জন্য গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি-১ গোসিংগা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আতাউল হক ও সহ-সভাপতি-২ মিজানুর রহমান খান মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ আশরাফ উদ্দীন, সহকারী সেক্রেটারি মোঃ আবুল হোসাইন,কোষাধ্যক্ষ মাওলানা সাইফুল বিন মতিউর, প্রচার সেক্রেটারি অধ্যক্ষ মোঃ আমীরুল ইসলাম, কার্যকরী সদস্য যথাক্রমে ড. মোঃ হারুন অর রশিদ,মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ শরীফুল ইসলাম,মোঃ আবুল হোসাইন,মোঃ মাসুদ করিম,মোঃ আজিজুল হক,মোঃ আব্দুর রউফ প্রমুখগণ ইত্যাদি।