বাংলাদেশ জাতীয়তাবাদী দল সাহাপুর ইউনিয়ন বি,এন,পি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে করটখিলে ইফতার ও দোয়া অনুষ্ঠান।
রিপোর্টর: এমরান হোসেন সোহাগ।
নোয়াখালী জেলার চাটখিল উপজেলার শাহাপুর ইউনিয়নের করটখিল দিঘীরপাড়ে বি.এন.পি ও বি.এন.পি এর অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে করটখিল কেন্দ্রীয় জামে মসজিদ মাঠে বিশাল ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। এসময় ইউনিয়ন বি.এন.পি এর নেতা হাসমত উল্ল্যাহ মেম্বার এর সভাপতিত্বে ও শাহাপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আজিম হোসেন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বি.এন.পি এর যুগ্ম আহবায়ক আনিছ আহম্মেদ হানিফ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বি.এন.পি এর আহবায়ক কমিটির সদস্য মোঃ শাহ্ জামাল। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সুলতান বাবর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বাবুল শেখ।
উপস্থিত নেতৃবৃন্দরা বক্তব্য কালে বলেন বিগত ১৬/১৭ বছর পর আমরা দলীয় ভাবে নির্ভয়ে ইফতার মাহফিল পরিচালনা করতে পেরেছি, বিগত দিনে আমরা বিভিন্ন যায়গায় গোপনে ইফতার মাহফিল করতে গেলেও নানানভাবে হামলার শিকার হতে হয়েছে। বার বার আমাদের ইফতার মাহফিলে নানান রকম বাঁধা সৃষ্টি করেছে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের লোকজন এবং পুলিশ বাহিনী। মহান আল্লাহর নিকট হাজারো শুকরিয়া আজ আমরা এতো সুন্দর একটি ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করতে পেরেছি।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন