বাংলাদেশ শিল্পকলা একাডেমি ঢাকা সাধু মেলার মোহরা চলছে দুপুর ২ টা থেকে
স্টাফ রিপোর্টার
মোঃ কুতুব উদ্দিন
ঢাকা /কেরানীগঞ্জ
প্রতি মাসেই বাংলাদেশ শিল্পকলা একাডেমি তে সাধু মেলা অনুষ্ঠিত হয় শিল্পকলার বাউল কুঞ্জ বটতলা,সেই সুবাদে আজকেও বিকাল ৫ টায় শুরু হবে সাধু মেলা,
দুপুর থেলেই শুরু হয়েছে মোহরা,এখানে বাউল দলের সকল সদস্য এবং বিভিন্ন জেলা থেকে বাউল শিল্পী রা আসেন লালন সাইজীর বাণী ( গান) পরিবেশন করে থাকেন,
প্র্যত্যেক মাসের পূর্ণিমা তিথীতে এই সাধুমেলা অনুষ্ঠান করে থাকেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী সাহেব আদেশ উপদেশেই অনুষ্ঠান পরিচালনা করেন প্রযোজনা বিভাগের সোহায়লা আফসানা ইকো ম্যাডাম এবং জনাব আনিসুর রহমান আনিস খাদেমের দায়িত্বে ক্ষ্যাপা বিদ্যুৎ সরকার,
জনসাধারণের জন্যে উন্মুক্ত মুঞ্চে এই সাধুমেলা সাধারণ মানুষের ভিড় জমে সাধুমেলায়,বিগত অনেক বছর ধরেই হয়ে আসছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি তে,
ইতিমধ্যে খুবই সুনাম অর্জন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির বাউল দলের এই সাধুমেলা,প্রায় ৫০ থেকে ৬০ জন বাউল শিল্পী প্রত্যেক সাধুমেলায়
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন