

বাউফলে মসজিদের সভাপতি পদ থেকে বাধ দেয়ায় মুসুল্লিদের উপর হামলা
মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফলে মসজিদের সভাপতি পদ থেকে বাধ দেয়ায় মুসুল্লিদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে।গতকাল (২এপ্রিল) বুধবার রাত ৮টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কায়না গ্রামে ওই ঘটনাটি ঘটেছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানাগেছে, গত পহেলা এপ্রিল ঈদ উপলক্ষে কায়না গ্রামের মৃধা বাড়ি জামে মসজিদ থেকে ২শত গজ দুরে গানের অয়োজন করেন প্লেনসিট ব্যবসায়ি ও ওই মসজিদ কমিটির সভাপতি মাহাবুবুর রহমান ওরফে চুন্নু মৃধা। এবিষয় নিয়ে সমজিদের মুসুল্লিরা চুন্নুকে সমজিদ কমিটির সভাপতির পদ থেকে বহিষ্কার করেন। এতে ক্ষিপ্ত হন চুন্নু মৃধা।
ঘটনার সময় স্থানীয় চৌকিদার উজ্জল, দফাদার জসিম, উজ্জলের বাবা মজিবর , লিটন, দুলাল ও কালামসহ ১০/১২ জনের একটি দল কাসেম আলীর বাড়ীর সামনের রাস্তায় সাধারণ মুসুল্লিদের উপর হামলা চালিয়ে কুপিয়ে ও পিটিয়ে জখম করে। এতে ইউসুফ মৃধা (৬০), নাসির উদ্দিন (৩৮) এবং সোহরাব (৬০)সহ মোট তিনজন গুরুতর আহত হন। ৩জনকে অশংকাজনক অবস্থায় ঐ রাতেই বরিশাল শের-ই বাংলা মেডিকিল কলেজে পাঠানো হয়েছে।
অভিযুক্ত চুন্নু মৃধা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি একজন রোগী নিয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছিলাম। ঘটনার বিষয় আমি কিছুই জানি না।
অপর অভিযুক্ত চৌকিদার মো. উজ্জল বলেন, ঘটনার সময় আমি ওই স্থানে ছিলামই না। আমি কিভাবে মারামারিতে জড়াবো।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে অইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।###
তারিখ-০৩/০৪/২৫ইং
মো.আরিফুল ইসলাম
বাউফল(পটুয়াখালী) প্রতিনিধি
০১৭২১৩২৯৬০১।