বাউফল উপজেলা চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী মোশারফ হোসেন খান।
পটুয়াখালীর বাউফলে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বীর মুক্তিযোদ্ধা মোঃ- মোশারফ হোসেন খান। এছাড়া ভাইস চেয়ারম্যান পদে মোঃ আনিছুর রহমান আনিস ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোসাঃ- মরিয়ম বেগম (নিশু) বিজয়ী হয়েছেন ।
মঙ্গলবার (২১ মে) রাত ৮ টার দিকে দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত বাউফল উপজেলার পরিষদ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটানিং অফিসার মোঃ- বশির গাজী।
প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে আনারস প্রতীকে ৪২৩২৫ ভোট পেয়ে বিজয় হয়েছেন। উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোঃ- মোশারফ হোসেন খান। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ- মোতালেব হাওলাদার ঘোড়া প্রতীকে পেয়েছেন ৩০১০১ ভোট। এ ছাড়াও ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী দর্শন জাতীয় সংসদের চীফ হুইপ আলহাজ্ব
আ. স. ম ফিরোজ এমপির এ পি এস উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ- আনিসুর রহমান (আনিস) উড়োজাহাজ প্রতীকে পেয়েছেন ৫০৫০৫ ভোট ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মরিয়ম বেগম (নিশু) হাঁস প্রতীকে ৫০৩৭১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন