

বাগমারায় ৯৯তম ব্যাচের মিলন মেলা ও দোয়া ইফতার মাফিল অনুষ্ঠিত
মোঃ সাইফুল ইসলাম,বাগমারাঃ
রাজশাহীর বাগমারায় ৯৯তম ব্যাচের এই শ্লোগান ছড়িয়ে থেকেও জড়িয়ে আছি”এই স্লোগানকে সামনে রেখে বাগমারার হাটখুজিপুর উচ্চবিদ্যালয় মাঠে এসএসসি ১৯৯৯ ব্যাচের মিলন মেলা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।২৯ রমজান (রবিবার) বাগমারার হাটখুজিপুর উচ্চবিদ্যালয় মাঠে এ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে এসএসসি ৯৯ ব্যাচের বন্ধুরা অংশ নেন ।
এ সময় ৯৯ ব্যাচের শফিউর রহমান,আজাহার আলী,ইসমাইল হোসেন,মোস্তাক আহম্মেদ,মামনুর রশিদ,সাহেব আলী,আকবর আলী,সাহেদ আলী আঃ মান্নান,কাউছার আলী,মামুনুর রশিদ,ইয়াকুব আলী,গোলাম মোস্তফা,ইমদাদুল হক,গিয়াস উদ্দিন,রহিদুল ইসলাম,এমরান হোসেন দুলাল,আজিম উদ্দিন,আঃ সালাম,দেলোয়ার হোসেন,আঃ আলিম,ফজলুল হক,মিজানুর রহমান,রাকিবুল ইসলাম,মিজান,টুটুল, খাইরুল ইসলাম,সোহেল রানা,মোস্তাক হোসেন,আঃ মজিদ সরকার,গিয়াস উদ্দিন,আব্দুল কাদের রানা,বিদ্যৎ, জাহাঙ্গীর আলম, আঃ রাজ্জাক,মাসুদ রানা সহ গোটা দেশে ছড়িয়ে থাকা বিভিন্ন কর্মস্থলে কর্মরত বন্ধুরা উপস্থিত ছিলেন। আর এর উদ্যোক্তা ছিলেন ৯৯ ব্যাচের আব্দুল কাদের ও শফিউর রহমান ।
এতে সকল বন্ধুদের উন্নতি, সমৃদ্ধি ও মঙ্গল এবং প্রয়াত বন্ধুদের অভিভাবকদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া-মোনাজাত পরিচালনা করেন দেলোয়ার হোসেন ।
উল্লেখ্য, এখানে বাগমারা,মোহনপুর,মান্দা উপজেলার বিভিন্ন শিক্ষা,প্রতিষ্ঠানের ৯৯ ব্যাচের শিক্ষার্থীরা হাটখুজিপুর উচ্চবিদ্যালয় মাঠে উপস্থিত ছিলেন। এসএসসি ৯৯ ব্যাচের বন্ধুরা নিজেদের মধ্যে মিলন মেলা, পিকনিক, ইফতার মাহফিল, কম্বল বিতরণসহ বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
মোঃ সাইফুল ইসলাম
বাগমারা রাজশাহী
০১৭২৭৮৬২১১১