

বাগেরহাটের রামপালে ছাত্র জনতার ওপর হামলা ও গুমের চেষ্টা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ দাখিল
বাগেরহাট জেলা প্রতিনিধি জেনিভা প্রিয়ানা
বাগেরহাটের রামপালে ছাত্র ও সাধারণ জনগণের ওপর হামলা, গুমের চেষ্টা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনে ১৬৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করা হয়েছে।
২০২৪ সালের ৪ আগস্ট রামপাল উপজেলার ফয়লাহাট ও ভাগা এলাকায় সংঘটিত ওই ঘটনায় অভিযোগে বলা হয়, দীর্ঘ ৯ ঘণ্টা ধরে সাধারণ মানুষ ও ছাত্রদের অবরুদ্ধ করে মারধর, গুলি চালানো এবং কয়েকজন নারীকে গুমের উদ্দেশ্যে আটকে রাখা হয়।
আহত এক ভুক্তভোগী বাদী হয়ে ট্রাইব্যুনালে এই অভিযোগ দায়ের করেন। নিরাপত্তার কারণে তিনি নিজের নাম প্রকাশে অনিচ্ছা প্রকাশ করেন।
আসামিদের তালিকায় রয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক, বাগেরহাট-৩ আসনের সাবেক এমপি হাবিবুন নাহার, সাবেক উপজেলা চেয়ারম্যান আ. রউফ, সেখ মোয়াজ্জেম হোসেন, শেখ মোহাম্মদ আলী, আবু তাহের হাওলাদার, তৎকালীন পুলিশ সুপার আবুল হাসনাত, রামপাল থানার সাবেক ওসি সোমেন দাশ, ৯টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, মোংলার ইউপি চেয়ারম্যান এবং ইপিজেডের সাবেক কর্মকর্তাসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো গভীর উদ্বেগ প্রকাশ করেছে এবং স্বচ্ছ তদন্ত ও বিচারের দাবি জানিয়েছে। অভিযোগকারী বলেন, “ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী লীগ যে কোনো সময় আবার হামলা চালাতে পারে। আমরা ন্যায়বিচার চাই।”