

বাগেরহাট জেলা গোয়েন্দা শাখার অভিযানে ৩৫ ইয়াবা সহ ৪ জন আটক
বাগেরহাট জেলা প্রতিনিধি জেনিভা প্রিয়ানা
বাগেরহাট জেলা গোয়েন্দা শাখা কর্তৃক আইন শৃংখলা ও মাদকদ্রব্য উদ্ধার অভিযানে ৩৫ (পঁয়ত্রিশ) পিচ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ ০৪ (চার) আসামী গ্রেফতার:
বাগেরহাট জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ তৌহিদুল আরিফ মহোদয়ের দিক নির্দেশনায় জনাব মোহাম্মদ শরিফুল ইসলাম জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বাগেরহাটের এর নেতৃত্বে এসআই(নিঃ) স্নেহাশিস দাশ সঙ্গীয় অফিসার ফোর্সসহ ফকিরহাট থানা এলাকায় আইন শৃংখলা ও মাদকদ্রব্য উদ্ধার অভিযান ডিউটি পরিচালনাকালে আজ ২৬/০৪/২০২৫ তারিখ রাত ২০.৫৫ ঘটিকার সময় বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন কাটাখালী মোড়স্থ ঢালী মার্কেটের নিচতলায় মেসার্স সততা ট্রান্সপোর্ট এজেন্সি অফিস কক্ষ থেকে কতিপয় ব্যক্তি পোশাক পরিহিত ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালানোর চেষ্টাকালে এসআই(নিঃ) স্নেহাশিস দাশ সংগীয় অফিসার ও ফোর্সের সহায়তায় আসামীদের ধৃত করে পালানোর চেষ্টা করার কারণ এবং তাদের নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে তারা বিভিন্ন প্রকার সন্দেহজনক এলামেলো কথাবার্তা বলায় তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী ১। রনি শেখ (২৫), তাহার পরিহিত প্যান্টের সামনের ডান পকেট হইতে স্বচ্ছ পলিথিনে মোড়ানো কথিত মাদকদ্রব্য ১১ (এগারো) পিচ ২। সোহেল মন্ডল (২৭) এর পরিহিত প্যান্টের পিছনের ডান পকেট হইতে স্বচ্ছ পলিথিনে মোড়ানো কথিত মাদকদ্রব্য ০৯ (নয়) পিচ ৩। শুভ্র বিশ্বাস (২৫) এর পরিহিত প্যান্টের সামনের বাম পকেট হইতে স্বচ্ছ পলিথিনে মোড়ানো কথিত মাদকদ্রব্য ০৮ (আট) পিচ এবং ৪। আবিদ হোসেন (২৬), এর পরিহিত প্যান্টের পিছনের বাম পকেট হইতে স্বচ্ছ পলিথিনে মোড়ানো কথিত মাদকদ্রব্য ০৭ (সাত) পিচ কমলা বর্ণের ইয়াবা ট্যাবলেট সর্বমোট ৩৫ (পঁয়ত্রিশ) পিচ কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উক্ত ঘটনায় ধৃত ০৪ (চার) জনের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।