বাগেরহাট জেলা পুলিশ নারী কল্যান সমিতির (পুনাক) ৪র্থ স্থান অর্জন
বাগেরহাট জেলা প্রতিনিধি জেনিভা
“আমার পুলিশ, আমার দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” শ্লোগানে পালিত হলো এবারের পুলিশ সপ্তাহ’২০২৫। এরই ধারাবাহিকতায় ০২ মে পুলিশ সপ্তাহ-২০২৫ এর শেষ দিনে বাংলাদেশ পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর আয়োজনে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়াম, রাজারবাগ ঢাকায় ‘বার্ষিক পুনাক সমাবেশ ও আনন্দমেলা’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) এর সভানেত্রী জনাব আফরোজা হেলেন-এঁর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ফরিদা আখতার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ দূত জনাব লুৎফে সিদ্দিকি, পুনাকের সাবেক সভানেত্রী জনাব ফয়জুন নেছা বেগমসহ জেলা পুলিশ সমূহের সম্মানিত পুনাক সভানেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন ।
গত ২৯ এপ্রিল ২০২৫ খ্রি. থেকে শুরু হওয়া পুলিশ সপ্তাহ ২০২৫ উপলক্ষে বাংলাদেশের বিভিন্ন জেলা/ইউনিটের পুনাকের আয়োজনে রাজারবাগ মাঠে বিভিন্ন প্রকারের স্টল দেওয়া হয়। অত্যন্ত প্রতিযোগিতামূলক এই স্টলগুলোর সার্বিক পরিস্থিতি বিবেচনা করে পরিদর্শণকালে প্রত্যেক স্টলকে আলাদা আলাদা ‘নম্বর’ প্রদান করা হয়।
বাগেরহাট জেলা নারী পুলিশ কল্যান সমিতি’র (পুনাক) সুযোগ্য সভানেত্রী জনাব শোভা আরিফ মহোদয়ার সুনির্দ্দিষ্ট পরিকল্পনা ও অক্লান্ত পরিশ্রমের ফলশ্রুতিতে বাগেরহাট জেলা পুনাকের স্টলটি সারা দেশের মধ্যে ৪র্থ স্থান অর্জন করে, যা বাগেরহাট জেলা পুলিশের জন্য অত্যন্ত সম্মানের ও গর্বের। অত:পর প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ বাগেরহাট জেলা পুনাকের সভানেত্রী জনাব শোভা আরিফের হাতে শুভেচ্ছা ক্রেস্ট তুলে দেন এবং তার উত্তোরত্তর সাফল্য কামনা করেন। এসময় বাগেরহাট জেলা পুনাকের সভানেত্রী জনাব শোভা আরিফ অত্র জেলা পুনাক স্টলের সাথে জড়িত সকলকে সাধুবাদ জানান ও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। ‘পুলিশ সপ্তাহ-২০২৫’ উপলক্ষে বাংলাদেশ পুলিশ নারী কল্যান সমিতি (পুনাক) কর্তৃক আয়োজিত আনন্দমেলাটি ৩ মে, ২০২৫খ্রি. শনিবারে সমাপ্ত হয়।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন