২১/০৮/২০২৪_#বাজার_তদারকি_কার্যক্রম
ঝিনাইদহ জেলা প্রতিনিধি অয়ন ইসলাম :
নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল ও সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্যে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয় কর্তৃক ঝিনাইদহ শহরের আরাপপুর বাসস্ট্যান্ড ও কাঁচাবাজারে নিত্য-প্রয়োজনীয় পণ্যের দোকান, হোটেল, সবজি, মুরগী, মাছ ও বিভিন্ন খাদ্য পণ্য বিক্রয়ের দোকানে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়।
এসময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ লঙ্ঘনের অপরাধে ০২টি প্রতিষ্ঠানকে প্রশাসনিক ব্যবস্থায় ৩,০০০/- (তিন হাজার) টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নিশাত মেহের এর নেতৃত্বে পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে সহযোগিতায় ছিলেন জনাব শরিফা খাতুন, সাধারণ সম্পাদক, ক্যাব, ঝিনাইদহ এবং আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত ছিলেন ঝিনাইদহ জেলা পুলিশের একটি টিম। এসময় ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও প্রতিদিন হালনাগাদকরণ এবং পণ্যের ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা প্রদান করা হয়। ব্যবসায়ীদের যৌক্তিক মূল্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি যথা আলু, পিঁয়াজ, রসুন, আদা ও অন্যান্য সবজি, ডিম, মুরগী এবং মাছ-মাংস বিক্রয় করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে এই তদারকি চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন