প্রেস বিজ্ঞপ্তি
ঝিনাইদহ স্টাফ রিপোর্টার অয়ন ইসলাম :
বিষয়ঃ বাণিজ্য মন্ত্রণালয়ের ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ), ইনোভেশন শোকেসিং ২০২৪ এবং ২০২৩-২৪ মেয়াদে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠান।
আজ ১৫ জুলাই ২০২৪ তারিখ সোমবার দুপুর ১:৩০ মিনিটে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নং-৩০৮, ভবন নং-০৩, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) বাণিজ্য মন্ত্রণালয়ের ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ), ইনোভেশন শোকেসিং ২০২৪ এবং ২০২৩-২৪ মেয়াদে শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী জনাব আহসানুল ইসলাম টিটু, এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব জনাব মোহাং সেলিম উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থার প্রধানগণ এবং বাণিজ্য মন্ত্রণালয় ও আওতাধীন বিভিন্ন দপ্তর/সংস্থার কর্মকর্তাবৃন্দ।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থার মধ্যে ইনোভেশন শোকেসিং-২০২৪ এ অংশগ্রহণ করে প্রথম স্থান অর্জন করে। এছাড়াও বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থার মধ্যে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) এর লক্ষ্যমাত্রা অর্জনে অধিদপ্তর ৯৯.৪ নম্বর পেয়ে প্রথম স্থান অর্জন করে।
উল্লেখ্য, বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গত ১৫ মে ২০২৪ তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা ইন্সটিটিউট অডিটোরিয়ামে বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর/সংস্থার মধ্যে ইনোভেশন শোকেসিং-২০২৪ এর আয়োজন করা হয়।
আজ পুরস্কার প্রদান অনুষ্ঠানে মাননীয় বাণিজ্য প্রতিমন্ত্রী জনাব আহসানুল ইসলাম টিটু, এমপি মহোদয়ের নিকট থেকে অধিদপ্তরের পক্ষে ইনোভেশন শোকেসিং-২০২৪ এবং বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন দপ্তর সংস্থার মধ্যে ২০২২-২৩ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) তে প্রথম স্থান অর্জনের পুরস্কার গ্রহণ করেন অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) জনাব এ. এইচ. এম. সফিকুজ্জামান।
বর্ণিত পুরস্কার প্রাপ্তিসহ অধিদপ্তরের সার্বিক কার্যক্রম প্রচারে সহযোগিতা করার জন্য বিনীত অনুরোধ রইল।
ধন্যবাদান্তে
আতিয়া সুলতানা
উপপরিচালক (প্রশিক্ষণ ও প্রচার)(অতিঃ দাঃ)
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন