বাতুয়াডাঙ্গা শহীদ সুশীল স্মৃতি সংঘের
কমিটি নির্বাচনে ফুটবল প্রার্থী বিষ্ণুপদ সরকার বিজয়ের আনন্দ
স্টাফ রিপোর্টার:
মোঃ মোকাররাম বিল্লাহ ইমন সাতক্ষীরা।।
সাতক্ষীরা তালা বাতুয়াডাঙ্গা শহীদ সুশীল স্মৃতি সংঘের কমিটি নির্বাচনে৷ ফুটবল প্রার্থী বিষ্ণুপদ সরকার, নির্বাচনে বিজয়ী হয়েছেন। ফুটবল প্রতীকে তিনি পেয়েছেন ৯৪ ভোট।
ফলাফলে বিষ্ণুপদ সরকারকে বিজয়ী ঘোষণা করা হয়েছে।
বিজয়ী ঘোষণার পর থেকে দেখা যাই
তালা বাতুয়াডাঙ্গা শহীদ সুশীল স্মৃতি সংঘের কমিটি নির্বাচনে ফুটবল প্রার্থী বিষ্ণুপদ সরকার, বিজয়ে নেতাকর্মীদের আনন্দে ভাসছে তালা বাতুয়াডাঙ্গা গ্রামে। এ নিয়ে চারদিকে চলছে আনন্দ মিছিল আর দোয়া প্রার্থনা।
শুক্রবার (২১ জুন ২০২৪) তালা বাতুয়াডাঙ্গা ০২নং ওয়ার্ডে দেখা গেলো প্রভাষ মন্ডল, নেতৃত্বে এমনই এক বিজয় মিছিল।
ফুটবল প্রার্থী বিষ্ণুপদ সরকারকে নিয়ে বিজয় মিছিল ও মিষ্টি বিতরণ দোয়া প্রার্থনা করেন কর্মী-সমর্থকরা।
গরমে বিকালে অনেকে বিজয়ের লাভে। ফুটবল প্রার্থী বিষ্ণুপদ সরকার, সঙ্গে মিছিলে মিছিলে মুখরিত গোটা এলাকা।
বিজয় মিছিলটি তালা বাতুয়াডাঙ্গা গ্রাম থেকে বিভিন্ন মহল্লা ঘুরে নিজ কার্যালয়ে এসে আনন্দ মিছিলটি শেষ হয়।
২১ জুন -শুক্রবার তালা বাতুয়াডাঙ্গা নির্বাচনে এক নাম্বার ও দুই নাম্বার কেন্দ্র থেকে (ফুটবল প্রতীক) বিপুল ভোটে জয় লাভ করেন ফুটবল প্রার্থী বিষ্ণুপদ সরকার।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন