কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে বাংলাদেশি এক যুবককে আটকের পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। পরে সোমবার (৪ অক্টোবর) রাতে তাকে আটক দেখিয়ে ভূরুঙ্গামারী থানায় হস্তান্তর করে বিজিবি।
আটক ওই যুবকের নাম রুহুল আমিন (২৮)। তিনি খুলনার কয়রা উপজেলার তেতুলতলার চর গ্রামের মো. ইসমাইল সরদারের ছেলেআটক ওই যুবকের নাম রুহুল আমিন (২৮)। তিনি খুলনার কয়রা উপজেলার তেতুলতলার চর গ্রামের মো. ইসমাইল সরদারের ছেলে।
বিজিবি ও পুলিশ সূত্র জানায়, বিকেলে উপজেলার পাথরডুবী সীমান্ত দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে রুহুল আমিন। এসময় ভারতের কুচবিহার জেলার ধরলা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে আটক করে। রাতে বিজিবি-বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে রুহুল আমিনকে ছেড়ে দেয় বিএসএফ। পরে মামলা দিয়ে বিজিবি তাকে ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করে।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, বিকেলে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন