বিধবা হাজেরা বেগমের পাশে দাঁড়ালেন বিএনপি নেতা শাহজালাল কাজল
খাগড়াছড়ি প্রতিনিধি :
একসময় ভিক্ষা করেই সংসার চলতো স্বামী-সন্তানহীন বিধবা হাজেরা বেগম। এখন আর ববয়সের কারণে ভিক্ষাও করতে পারেননা। দীর্ঘবছর ধরে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়ার্ডের জুম্মাপাড়ায় একটি ঝুপড়ি ঘরে বসবাস এ বিধবার। সামান্য বৃষ্টি হলেই ঘরে থাকা দায় হয়ে যেত। বৃষ্টি থেকে বাঁচতে অন্যের ঘরে আশ্রয় নিতে হতো। অনেকের ভাগ্য বদল হলেও বিধবা নারীর দুর্বিসহ জীবন যাপন কারো চোখে পড়েনি।
বিষয়টি জানার পর বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকালের দিকে ওই বিধবা নারী হাজেরা বেগমের ঝুপড়ি ঘরে ছুটে গেছেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।
স্বামী-সন্তানহীন বিধবা নারী হাজেরা বেগমের বসত ঘর নির্মাণের জন্য কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার পক্ষ থেকে ঢেউটিন ও নগদ আর্থিক সহায়তা তুলে দেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল।
এসময় মাটিরাঙ্গা পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, যুগ্ম সম্পাদক দেবাশীষ দত্ত, সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম হোসেন ও পৌর ছাত্রদল নেতা মো. শাহিন আলম ছাড়াও পৌর বিএনপি এবং ওয়ার্ড বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল বলেন, গত ১৭ বছরে স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করে স্থানীয় আওয়ামীলীগ নেতারা আঙুল ফুলে কলাগাছ বনে গেলেও বিধবা হাজেরা বেগমের ভাগ্যের পরিবর্তন হয়নি। বছরের পর বছর ধরে ঝুপড়ি ঘরেই জীবন যান করছে এ বিধবা। বিষয়টি জানার পর খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়া মহোদয়ের নির্দেশে দলের নেতাকর্মীদের সাথে নিয়ে বিধবার বাড়িতে ছুটে এসেছি। ঘর মেরামতের জন্য প্রিয় নেতার পক্ষ থেকে ঢেউটিন ও নগদ আর্থিক সহায়তা করা হয়েছে। ভবিষ্যতেও এ বিধবার পাশে থাকার কথা জানান তরুন এ নেতা।
এদিকে ঘর মেরামতের জন্য ঢেউটিন ও আর্থিক সহায়তা পেয়ে আপ্লুত বিধবা হাজেরা বেগম বলেন, আমি খেয়ে না খেয়ে ঝুপড়ি ঘরে বসবাস করলেও কেউ আমার খবর রাখেনি। আজ আল্লাহ আমার সাহায্যের জন্য ওয়াদুদ ভুইয়াকে পাঠিয়েছেন। এসময় দুহাত তুলে ওয়াদুদ ভুইয়ার জন্য দোয়া করেন এ বিধবা।
##
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন