

বিয়ের দাবিতে অনশন, অতঃপর জীবন দিয়ে সমাপ্তি
সাইফুল ইসলাম ফাহাদ,স্টাফ রিপোর্টার:
টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের দাবিতে চার দিন অবস্থানের পর প্রেমিকের ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন প্রেমিকা শান্তা আক্তার (২৩)।
শনিবার (২২ জুন) রাত ৮টার দিকে উপজেলা খালুয়াবাড়ি গ্রামে ঘটে এ ঘটনা।
শান্তা আক্তার কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে। তার একটি ছেলে রয়েছে। ঘটনার পর থেকে সোহাগ পলাতক রয়েছে। পুলিশ সোহাগের মা ছোবুরা বেগম ও বাবা নুরুল ইসলামকে আটক করেছে।
জানা যায়, কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার অলুয়া গ্রামের মোখলেছুর রহমানের মেয়ে শান্তা আক্তারের সাথে এক বছর আগে মোবাইল ফোনে সোহাগের সঙ্গে পরিচয় হয়। এরপর থেকে তাদের দুজনের মোবাইল ফোনে কথা চলতে থাকে। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্বামী-স্ত্রী পরিচয়ে বিভিন্ন স্থানে ঘুরতে যান তারা। বিয়ের আশ্বাসে তাদের মধ্যে একাধিকবার শারীরিক সম্পর্ক হয়। কয়েক দফায় শান্তার কাছ থেকে দুই লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালংকার নেয় সোহাগ।