ব্রাহ্মণপাড়ায় শুরু হলো ভূমি সেবা সপ্তাহ-২০২৪
সাইফুল ইসলাম ফাহাদ,স্টাফ রিপোর্টার:
স্মার্ট ভূমিসেবা,স্মার্ট নাগরিক" -এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ৮ জুন, ২০২৪ ভূমি সেবা সপ্তাহের উদ্ভোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় ব্রাহ্মণপাড়ায়। সারা দেশের ন্যায় ব্রাহ্মণপাড়া উপজেলাতেও ৮ জুন থেকে ১৪ জুন ভূমি সেবা সপ্তাহ পালিত হতে যাচ্ছে।ভুমি সেবা সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী অফিসার স.ম আজহারুল ইসলাম,এসময় আরোও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)সৈয়দা ফারহানা পৃথা,সদর ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল হক।এসময় অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন ভূমি সংক্রান্ত যেকোন সেবা ও জিজ্ঞাসার জন্য সবাই এই ভূমি সেবা সপ্তাহের সেবা গ্রহণ করতে পারবে ও সবার অংশগ্রহণে এই উদযাপন আরও ফলপ্রসু ও প্রাণবন্ত করে তুলবে।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন