ব্রাহ্মণবাড়িয়ায় মাদক_ বিরোধী অভিযান পরিচালনা করে ১০৫(একশত পাঁচ )পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।
ব্রাহ্মণবাড়িয়ায় মাদক_ বিরোধী অভিযান পরিচালনা করে ১০৫(একশত পাঁচ )পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার।
সাইফুল ইসলাম ফাহাদ(স্টাফ রিপোর্টার,কুমিল্লা)
======== ========= ======= ====== ==
গত ২১/০৫/২০২৪ ইং তারিখে পরিদর্শক জনাব নজরুল ইসলাম মহোদয়ের নেতৃত্বে গঠিত একটি রেডিং টিম নিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরাইল থানাধীন আলীনগর এলাকাস্থ আব্দুর রউফ মিয়ার পূর্ব ভিটির পশ্চিম দুয়ারী পাকা দুই কক্ষ বিশিষ্ট বসত ঘরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০৫(একশত পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট সহ আসামি আব্দুর রউফ মিয়া (৪৯) গ্রেফতার, পিতা- মৃত আসান আলী, মাতা- মোছা: রিনা বেগম, ওয়ার্ড-৭ নং, থানা- সরাইল, জেলা- ব্রাহ্মণবাড়িয়াকে গ্রেফতার পূর্বক সরাইল থানায় একটি নিয়মিত মামলার রজু করা হয়।
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category