ভবানীগঞ্জ বাজারে ১৭ লক্ষ টাকার মালামাল চুরি, ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক
মোঃ রাসেল লক্ষ্মীপুর প্রতিনিধি
লক্ষ্মীপুর সদর উপজেলা ভবানীগঞ্জ ইউনিয়ন ভবানীগঞ্জ ১নং ওয়ার্ডে ভবানীগঞ্জ দক্ষিণ বাজারের আজাদ অটো মালামাল দোকানে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। গতকাল গভীর রাতে, আনুমানিক রাত ১:৪৫ মিনিটের দিকে, দোকানের তালা কেটে চোরেরা প্রায় ১৭ লক্ষ টাকার অটো রিকশার ব্যাটারি ও অন্যান্য মালামাল চুরি করে নিয়ে যায়।
দোকানের মালিক মোঃ আজাদ জানান, তিনি প্রায় ২০ লক্ষ টাকা লোন নিয়ে ব্যবসাটি চালাচ্ছিলেন। চুরির ঘটনায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন এবং এখন কীভাবে দেনা পরিশোধ করবেন, তা নিয়ে দুশ্চিন্তায় আছেন।
এ ঘটনায় ভবানীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের মধ্যে চুরি হওয়ার আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, ধর্ষণ ও হত্যার ঘটনা বৃদ্ধি পাওয়ায় আইনশৃঙ্খলার অবনতি নিয়ে সাধারণ মানুষ উদ্বেগ প্রকাশ করছে।
ভবানীগঞ্জ এলাকার জনগণ অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারের জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছে।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন