

ভারতে খুন করে পরিবার সহ বাংলাদেশে পলায়ন
নিজস্ব প্রতিবেদক:
গত ২৭ ই জুন ভারতের ত্রিপুরার সিপাহীজলার বক্সনগর সীমান্তবর্তী নজরপুরা এলাকায় স্ত্রী, ছেলে ও মেয়ের জামাতার পিটুনিতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আগরতলা জিবি হাসপাতলে ২রা জুলাই মৃত্যুবরণ করেন মনির হোসেন নামে এক ব্যক্তি।নিহত মনির হোসেনের বাড়ি কাটাঁতারের বেড়ার ওপারে বাংলাদেশের কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের শংকুচাইলের সীমান্তবর্তী ত্রিপুরার কলমচৌড়া থানার নজরপুরা এলাকায়,নিহতের বয়স ৫৮ বছর।গত ২৭ ই জুন স্ত্রীর পরকীয়ার জেরে মনির হোসেনের উপর আক্রমণ করে রক্তাক্ত তার স্ত্রী মায়া আক্তার,তার বড় ছেলে ইয়াছিন মিয়া ও তার জামাতা শায়ন মিয়া,এলাকাবাসীর অভিযোগ স্ত্রী মায়া আক্তারের সাথে অবৈধ সম্পর্ক রয়েছে মেয়ের জামাই শায়ন মিয়ার,এই বিষয়ে আপত্তি করার জেরে ওইদিন মনির হোসেনকে মেরে রক্তাক্ত করে তার স্ত্রী, বড় ছেলে ও মেয়ের জামাই বাংলাদেশে পলায়ন করে,মনির হোসেনের রক্তাক্তের খবর পেয়ে তার ছোট ছেলে তাকে ১১১নং গেইটের বিএসএফ সহায়তায় প্রথমে বক্সনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে,পরে অবস্থার অবনতি হলে আগরতলার জিবি হাসপাতলে প্রেরণ করা হয়েছিলো,পরে সোমবার দুপুরবেলা চিকিৎসাধীন অবস্থা মনির হোসেন মৃত্যুবরন করেন।মনির হোসেনের মৃত্যুর খবরে নজরপুরা এলাকায় নেমে আসে শোকের ছায়া।মনির হোসেনের মৃত্যুের বিষয়ে কলমচৌড়া থানায় একটি হত্যা মামলা দায়ের হয়েছে।এই বিষয়ে এলাকাবাসীর সাথে কথা হলে এলাকাবাসী জানান ওনার স্ত্রী, পুত্র, মেয়ের জামাই হত্যা করে বাংলাদেশে পলাতক আছে,বাংলাদেশের প্রশাসনের কাছে আমাদের একটাই দাবী ওনারা যেন খুনীদের গ্রেফতার করে ভারতীয় প্রশাসনের কাছে হস্তান্তর করে,না হয় প্রতিনিয়ত এভাবে খুন করে বাংলাদেশে আশ্রয় নিবে খুনীরা।