ভালুকার হবিরবাড়ী ইউনিয়নে জোরপূর্বক জমিদখলের অভিযোগ উঠেছে
মোহাম্মদ সজল ইসলাম
স্টাফ রিপোর্টার-ময়মনসিংহ
ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ী ইউনিয়নে আমতলী, মাধুর ভিটায় ২০ লাখ টাকা চাঁদা দাবি করার অভিযোগ উঠেছে সোহাগ মিয়া (ওরফে লরি সোহাগ) পিতা: মো: আলম ও শরিফ মিয়া পিতা: মোঃ কাছম আলী নামের দুইব্যক্তির বিরুদ্ধে দুজনি হবিরবাড়ী ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের যুবদলের নেতা এছাড়াও আব্দুল আলি, আপেল ও মনির সহ আরও নাম না যানা অনেই জরিত রয়েছে। ৫ ই আগষ্টের পর ক্ষমতার রদবদলের সাথে সাথে বিএনপি নেতাদের সাথে আঁতাত করে চালাচ্ছে নৈরাজ্য। গত ২০/০২/২০২৫ ইং তারিখে স্থানিয় বাসিন্দা সুমন মিয়ার কাছে ২০ লক্ষ টাকা চাঁদা দাবি করে চাঁদার টাকা না পেয়ে সে সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা করে সুমন মিয়ার বিআরএস ভুক্ত জমি (০৮/০৩/২০২৫ ইং তারিখ) দখলে নেয় ও উক্তস্থানে তারা একটি ক্যাম্প তৈরি করে যেখানে সবসময় ২০/৩০ জনের একটি অস্ত্রধারী বাহিনী টহল দেয় গভীর রাত পর্যন্ত নেশা, গানবাজনা, জুয়ায় মেতে থাকে। ভুক্তভোগী পরিবারকে প্রাণনাশের হুমকি দেয় ও বলে ২০ লাখ টাকা দে নয়তাবা জমি আমাদের নামে দলিল করে দে। এমত অবস্থায় পরিবারটি প্রাণনাশের আতঙ্কে বসবাস করছে।এ বিষয়ে ভালুকা মডেল থানায় অভিযোগ করে সুমন মিয়া ও তার পরিবার ।
ময়মনসিংহ দায়রা জজ আদালতে অভিযোগ দায়ের করলে কোর্ট উক্ত দখলকৃত জমিটি সুমন মিয়ার দখলে দেওয়ার জন্য আর্দেশ প্রদান করে। দলের প্রভাব খাটিয়ে সোহাগ মিয়া ও শরিফ মিয়া সুমন মিয়ার পরিবারের উপর চালাচ্ছে নির্যাতন। এমনকি অভিযোগ তুলে নেওয়ার হুমকি দিচ্ছে ঐ কথিত যুবদল নেতারা। সুমনের পরিবারটি অসহায় হয়ে পরেছে। পরিবারটির দাবি প্রশাসনের হস্তক্ষেপের মাধ্যমে যাতে তার বিআরএস ভুক্ত জমিটি তারা দখল মুক্ত ও ফিরে পায়।
(সংবাদের সঙ্গে থানার অভিযোগের কপি, কোর্টের অর্ডার কপি ও সোহাগ ও শরিফের ছবি সংযুক্ত করা হলো)
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন