"ভোটার তালিকা হালনাগাদ ২০২৫ইং,
মোঃ রেজাউল করিম
স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশে।
নতুন করে আবারও ভোটার হালনাগাদ এর কাজ শুরু হতে যাচ্ছে। তাই আর দেরি না করে, যথাসময়ে সঠিক তথ্য দিয়ে নতুন ভোটার হওয়ার সুযোগ গ্রহন করি।
প্রথম ধাপে ১৩৯টি উপজেলায় নতুন ভোটারের তথ্য সংগ্রহ, মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ ও ভোটার স্থানান্তরের কাজ চলবে৷
"প্রায় ৫৬ হাজার তথ্য সংগ্রহকারী এবং ১১ হাজার ৩০০ জন সুপারভাইজার এবারের হালনাগাদ কার্যক্রমে মাঠে যুক্ত থাকবেন বলে জানানো হয়।
আগামী সোমবার-২০ জানুয়ারি '২৫ ইং থেকে সারা দেশব্যাপী
পরবর্তী ২ সপ্তাহ পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ করা হবে বলে-নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব কে এম আলী নেওয়াজ সাংবাদিকদের কে বিষয়টি নিশ্চিত করে বলেছেন।
✪ যাদের জন্ম ০১ জানুয়ারি ২০০৮ ইং, সালের পূর্বে তারা ভোটার হতে পারবেন।
✪"নতুন ভোটার হওয়ার ক্ষেত্রে প্রয়োজন কাগজপত্রঃ-
ক. অনলাইন জন্ম নিবন্ধন সনদ (আবশ্যক) লাগবে।
খ.নিজ নিজ শিক্ষাগত যোগ্যতার সনদ (যদি থাকে)
গ.চেয়ারম্যান/কমিশনার কর্তৃক নাগরিকত্ব সনদ (আবশ্যক)
ঘ. চেয়ারম্যান/কমিশনার কর্তৃক নতুন ভোটার হওয়ার প্রত্যয়ন পত্র (আবশ্যক)
ঙ. নিজ চেয়ারম্যান/কমিশনার কর্তৃক ওয়ারিশ/পারিবারিক সনদ (আবশ্যক)
চ. পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র (মৃত হলে মৃত্যু সনদ) (আবশ্যক)
ছ. নিজ স্বামী/স্ত্রীর জাতীয় পরিচয়পত্র ও কাবিন নামা (যদি বিবাহিত হয়)
জ. ভাই/বোন/চাচা/ফুফু যেকোন ৩ জনের জাতীয় পরিচয়পত্র ও মোবাইল নাম্বার। (আবশ্যক)
ঝ. দাদা-দাদীর জাতীয় পরিচয়পত্র (যদি থাকে)
ঙ.বৈধ পাসপোর্ট কপি (প্রবাসী হলে আবশ্যক)
ট. নিজ নিজ ইউটিলিটি বিলের কপি (বিদ্যুৎ বিল/গ্যাস বিল/পানির বিল) (আবশ্যক)
ঠ. খাজনা/পৌরকর/চৌকিদারী রশিদ (আবশ্যক)
ড. নিজ রক্তের গ্রুপের রিপোর্ট
ঢ়. জমির খতিয়ান (ভূমিহীন হলে চেয়ারম্যান/কমিশনার কর্তৃক ভূমিহীন সনদ) (আবশ্যক)।
অফিসের প্রয়োজনীও ডকুমেন্টস সমূহ আগে সংগ্রহ করে রাখুন, শেষ সময়ের জন্য অপেক্ষা করবেন না। (নাগরিকত্ব সনদ, ওয়ারিশ সনদ, ভোটার প্রত্যয়ন) ইত্যাদি।
✪তথ্য সংগ্রহকারী আপনার বাড়ি যাওয়ার সাথে সাথে তথ্যগুলো দিয়ে ভোটার নিবন্ধন ফরম-২ পূরণ করবেন। সঠিক তথ্য দিয়ে ভোটার হন, নির্ভুল জাতীয় পরিচয় পত্র গ্রহণ করুন।
"নতুন ভোটার হতে হালনাগাদে সঠিক সময়মত তথ্য দিয়ে সহযোগিতা করি"দেশের সেবা মূলক কাজে সবাই এগিয়ে আসি"
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন