ময়মনসিংহের আট উপজেলার চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদের শপথ
রিপোর্ট :মো: শাহ নেওয়াজ ( 24Hrs tv)
ময়মনসিংহ বিভাগের প্রথম ধাপে আটটি উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ পাঠ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করান বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া।
এ সময় অতিরিক্ত বিভাগীয় কমিশনার তাহমিনা আক্তার, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক বিপিন চন্দ্র বিশ্বাসসহ জনপ্রতিনিধি ও নেতারা উপস্থিত ছিলেন।
প্রথম ধাপে উপজেলা নির্বাচনে বিজয়ী নেত্রকোনার দুর্গাপুর, কমলাকান্দা, ময়মনসিংহের হালুয়াঘাট, ধোবাউড়া ও ফুলপুর, শেরপুরের ঝিনাইগাতী, শ্রীবরদী ও জামালপুর সদর উপজেলার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানদের শপথ বাক্য অনুষ্ঠিত হয়।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন