মাটিরাঙ্গায় ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে মিনারেল ওয়াটার ও কলম বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি :
কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওসাবেক সংসদ সদস্য ওয়াদুদ ভুইয়ার পক্ষ থেকে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার্থীদের মাঝে মানবিক ও প্রেরণামূলক উদ্যোগের অংশ হিসেবে পানি ও কলম বিতরণ করা হয়েছে।
রবিবার (২৭ এপ্রিল) সকাল ৯টার দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে পানি ও কলম বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোঃ আরিফুর রহমান সজল।
পরীক্ষার্থীদের মাঝে পানির বোতল ও কলম বিতরণ কার্যক্রমে অংশ নেন মাটিরাঙ্গা উপজেলা ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক মাহমুদুল হাসান সবুজ, যুগ্ন আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব নাজিউর রহমান মনজু ,গোমতি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাহিদুল ইসলাম জনি, মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের নেতা শাহিন আলম, মাটিরাঙ্গা সরকারী কলেজ ছাত্রদলের নেতা আসাদ, ছাড়াও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, মাটিরাঙ্গা উপজেলায় ২০২৫ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় এক হাজার ৫শ ৫৬ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। এরমধ্যে এসএসসি পরীখ্ষায় এক হাজার ২‘শ ৩০জন, দাখিল পরীক্ষায় ২‘শ জন ও এসএসসি ভোকেশনাল পরীক্ষায় ১শ ২৬জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে।
##
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন