মাটিরাঙ্গায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ি মাটিরাঙ্গায় ২০২৪-২৫ অর্থ বছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাতে খরিপ-১ মৌসুমে উফশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক ৩০০ জন কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৬মে) সকালে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসের সামনে বিনামূল্যে সার ও বীজ বিতরণ উদ্বোধন করা হয়।
মাটিরাঙ্গা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।
এসময়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা
সেলিম রানা, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো: আমির হেসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দেবাশীষ চাকমা ও মো. জয়নাল আবেদীন ছাড়াও কৃষক কৃষাণীরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সবুজ আলী জানান, মাটিরাঙ্গায় ৭টি ইউনিয়ন এবং একটি পৌরসভায় মোট ৩০০ জনের প্রতিজনকে ৫ কেজি উফশী জাতের বীজ ধান, ১০ কেজি ডিএসপি, ১০ কেজি এমওপি সার প্রদান করা হয়।
#
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন