

মাটিরাঙ্গায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন
জেলা প্রতিনিধি খাগড়াছড়ি:
নানা কর্মসূচির মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস ২০২৫ পালন করা হয়েছে।
বৃহস্পতিবার ৮ মে “মানবতার পাশে একসাথে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরষ্কার বিতরণ ও রক্তমানব স্বেচ্ছাসেবীদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়।
যুব রেড ক্রিসেন্ট মাটিরাঙ্গা উপজেলা দল, খাগড়াছড়ি ইউনিট কার্যালয় হতে শতাধিক সেচ্ছাসেবী সদস্যদের নিয়ে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা শহিদ মিনার চত্ত্বরে শেষ হয়।
শহিদ মিনার চত্বরে অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম । এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশ্রাফ উদ্দিন । অনুষ্ঠানে অতিথি ও অন্যান্য যুব রেড ক্রিসেন্ট সদস্যদের উপস্থিতিতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় পতাকা ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন করা হয়।
মাটিরাঙ্গা যুব রেড ক্রিসেন্ট উপজেলা দলের দলনেতা ২ জাহানারা আক্তারের সভাপতিত্বে আলোচনায় বক্তারা রেড ক্রস ও রেড ক্রিসেন্ট আন্দোলনের ইতিহাস, মানবিক সেবায় এর অবদান এবং যুবসমাজকে মানবতার কাজে উৎসাহিত করার গুরুত্ব তুলে ধরেন অতিথিরা ।
মাটিরাঙ্গা যুব রেড ক্রিসেন্ট উপজেলা দলের আশিক রঞ্জন ত্রিপুরার সঞ্চলনায় সভায় উপস্থিত ছিলেন সাবেক যুব প্রধান কমল কৃষ্ণ দে, সাবেক দলনেতা আব্দুল মালেক, সিনিয়র যুব সদস্য হাসান আল-মারুফ,শরিফ উদ্দিন,মামুনুর রশীদ মামুন সহ যুব সদস্যবৃন্দরা ।
উল্লেখ্য, যুব রেড ক্রিসেন্ট মাটিরাঙ্গা উপজেলা দল, খাগড়াছড়ি ইউনিটের মানবিক কর্মকান্ডের ভূয়সী প্রশংসা করে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম বলেন, ভবিষ্যতে যুব রেড ক্রিসেন্টর সব ধরনের মানবিক কর্মকান্ডে সবোর্চ্চ সহযোগিতা করা হবে ।
পরে দিবসকে কেন্দ্র করে অনুষ্ঠিত রচনা ও কুইজ প্রতিযোগীতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ ও আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা স্মারক দেয়া হয়।