মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুদিনের সফরে টুঙ্গিপাড়ায়
স্টাফ রিপোর্টার : স্বপন দাস
৬ ই জুলাই ২০২৪ খ্রীঃ
বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুদিনের সফরে নিজ বাড়িতে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। শুক্রবার সন্ধ্যায় গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছিয়ে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তিনি এবং তার নিজ বাস ভবনে রাত্রি যাপন করেছেন এবং আজ ৬ই জুলাই শনিবার সকালে তিনি স্থানীয় আওয়ামী লীগ নেতা কর্মীদের সাথে একটি বৈঠক করবেন। বৈঠক শেষে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাল্য কালে যে প্রাথমিক বিদ্যালয়ে পড়ালেখা করেছেন, সেই গিমাডাঙ্গা, টুঙ্গীপাড়া মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করবেন এবং একটি মুজিব কর্নারের শুভ উদ্বোধন করবেন ।
গতকাল জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম তিনি সাংবাদিকদের বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে গোপালগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে সবধরনের নিরাপত্তার সুব্যবস্থা করেছেন এবং সেই সাথে পুরো জেলা জুড়েও নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। টুঙ্গিপাড়া যেসব প্রবেশদার রয়েছে সেখানে পোশাকধারী সহ সাদা পোশাকেরও বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে, এবং তারা সর্বক্ষণিক নজরদারী করছেন বলে জানান তিনি।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত " গিমাডাঙ্গা, টুঙ্গিপাড়া ( জি,টি) মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পৃক্তদের কাছ থেকে জানা যায় শনিবার ৬ই জুলাই ২০২৪ খ্রীঃ তারিখে, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উক্ত স্কুলের কোমলমতি ছাত্র/ছাত্রীদের কে সরাসরি জাতির পিতার সম্পর্কে সেই বাল্য কাহিনী শোনাবেন,তারই অধীর আগ্রহে রয়েছে কোমলমতি শিশু ছাত্র ছাত্রীরা।
সম্পাদক: বিপ্লব কুমার দাস,প্রকাশক:আবছার উদ্দিন