মিরসরাই এর মায়ানিতে হাঁস নিয়ে কেন্দ্র করে গলা টিপে এক বৃদ্ধকে হত্যা
মোঃ আশরাফ উদ্দিন চৌধুরী
চট্টগ্রামের মিরসরাইয়ে ৫টি হাঁস চুরিকে কেন্দ্র করে ফজলুল করিম (৭০) নামে এক বৃদ্ধকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে মিরসরাইয়ের ১৩ নম্বর মধ্যম মায়ানী ৫ নম্বর ওয়ার্ড এলাকার শেখ হামিদ মুহুরি বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতের ছেলে বাদী হয়ে জাকারিয়া জাহেদকে আসামি করে হত্যা মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
স্থানীয়রা জানায়, নিহত বৃদ্ধ ও জাকারিয়া জাহেদ সম্পর্কে চাচা-ভাতিজা। সোমবার জাকারিয়া তার চাচার ৫টি হাঁস চুরির উদ্দেশ্যে নিজের ঘরে লুকিয়ে রাখে। চাচা ফজলুল করিম ফয়েজ হাঁস খুঁজতে খুঁজতে এক পর্যায়ে যাকারিয়াদের ঘরে সন্ধান পায়। এসময় যাকারিয়া হাঁসগুলো তাদের বলে দাবি করেন। তখন ফজলুল বলেন হাঁসগুলো বেঁধে না রেখে ছেড়ে দিতে। ছেড়ে দিলে যার হাঁস যার তার ঘরে নিজে থেকে চলে যাবে। হাঁসগুলো ছাড়ার পর ফয়জুলের বাড়িতে গিয়ে উঠে। পরদিন সকালে যাকারিয়াকে দেখে ফয়জুল বলেন কিরে হাঁস তো আমার বাড়ি চলে আসছে ওই গুলো বেঁধে রাখছিলি কেন। এটা বলার পর যাকারিয়া ক্ষেপে গিয়ে ফয়জুলের উপর হামলা করে কিল ঘুষি মারতে থাকেন। এক পর্যায়ে ফয়জুলের গলা টিপে ধরলে তিনি শ্বাস বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন। বাড়ির লোকজন ফজলুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসকা মৃত ঘোষণা করেন।
বৃদ্ধের ছেলে সাফায়েত ইকবাল বলেন, ‘তুচ্ছ ঘটনায় বাবাকে হত্যা করা হয়েছে। হত্যার সঠিক বিচারের দাবি জানাই।’
হত্যার বিষয় নিশ্চিত করে মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে লাশ দাফনের পর এজাহার জমা দিলে মামলা নথি ভুক্ত করা হবে। হত্যায় অভিযুক্ত জাকারিয়া জাহেদকে গ্রেপ্তারের অভিযান চলছে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন