মে দিবস উপলক্ষ্যে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র্যালি
তাহসিব আহম্মেদ সুজন
স্টাফ রিপোর্টার
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত।
শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য্য—বক্তারা
দেবিদ্বার, আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে “শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায়, ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য্য” প্রতিপাদ্যকে সামনে রেখে আলোচনা সভা ও বর্ণাঢ র্যালি করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাজাফে-৮, দেবিদ্বার শাখা
বৃহস্পতিবার (০১ মে) দেবিদ্বার নিউমার্কেট চওর প্রাঙ্গণে আয়োজিত এ আলোচনায় সভায় সভাপতিত্ব করেন দেবিদ্বার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক জাহাঙ্গীর আলম । প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উওর জেলা জামায়াতে ইসলামী সেক্রেটারি সাইফুল ইসলাম সহিদ ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক লোকমান হাকিম ভূইয়া, মোঃ শহিদুল ইসলাম, জনাব ফেরদৌস আহমেদ । এছাড়াও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে শুধু আইনি নয়, নৈতিক ও ইসলামী দৃষ্টিভঙ্গিতে কাজ করা প্রয়োজন। তারা শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সকল নাগরিককে শ্রমজীবী মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বক্তারা আরও বলেন, আগামীতে একটি ইসলামি রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে সেখানে ইসলামি শ্রমনীতি বাস্তবায়নের মাধ্যমে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা হবে।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন