

মোংলায় নিসচা’র পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি সভা।
বাগেরহাটে জেলা প্রতিনিধি জেনিভা প্রিয়ানা
“পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়” এই স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা) মোংলা উপজেলা শাখার ২০২৫-২৬ সনের নিসচা এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন স্বাক্ষরিত অনুমোদনপ্রাপ্ত মোংলা উপজেলায় ৩১ সদস্য ও ৭ উপদেষ্টা বিশিষ্ট নবগঠিত পূর্ণাঙ্গ কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ ও পরিচিতি সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১০ই মে) সকাল ১০ টায় মোংলা পোর্ট পৌরসভার সভাকক্ষে এ পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
নিরাপদ সড়ক চাই (নিসচা) মোংলা উপজেলা শাখার সভাপতি মো: মোস্তাফিজুর রহমান মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: আল-আমীন এর সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী এ্যাটর্নী জেনারেল মোহাম্মাদ মনিরুজ্জামান।
কমিটির উপদেষ্ট হিসেবে রয়েছেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সহকারী এ্যাটর্নী জেনারেল মোহাম্মাদ মনিরুজ্জামান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নুর আলম শেখ, পৌর বিএনপির যুগ্ম আহবায়ক মো: এমরান হোসেন, মোংলা পোর্ট পৌরসভার হিসাব রক্ষক সরদার আ: হান্নান, সাংবাদিক জসিম উদ্দিন, সমাজ সেবক মো: মতিউর রহমান রতন ও মোংলা নৌবাহিনী স্কুল এন্ড কলেজের প্রফেসর খন্দকার তুরানুজ্জামান।
পূর্ণাঙ্গ কমিটিতে রয়েছেন,সভাপতি মো: মোস্তাফিজুর রহমান মিলন, সহ-সভাপতি মোঃ আব্দুর রউফ, আফরোজা হীরা, সাধারন সম্পাদক মো: আল-আমীন, সহ-সাধারণ সম্পাদক রুহুল আমিন হাওলাদার, হাসান কবির আহম্মদ, অর্থ সম্পাদক মো: ফরহাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো: মারুফ হাওলাদার, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক মো: আকাশ ইসলাম, দপ্তর সম্পাদক অঞ্জন বিশ্বাস, প্রচার সম্পাদক মাহমুদুল হক রমজান, প্রকাশনা সম্পাদক আব্দুল জব্বার, আইন বিষয়ক সম্পাদক মো: শাহা আলম, সাংস্কৃতিক সম্পাদক রনি দত্ত, সমাজ কল্যাণ ও ক্রিড়া সম্পাদক বিজয় দত্ত, মহিলা বিষয়ক সম্পাদক লাবনী আক্তার, যুব বিষয়ক সম্পাদক মো: সাইদ উর রহমান শোভন, কার্যকরী সদস্য মো: শফিকুল ইসলাম, মাহবুব মোল্যা, মনীন্দ্রনাথ রায়, মো: মনির খান, সৃদিপ কুমার মন্ডল, শাহাদাত হাওলাদার, শেখ মো: কারিকুল ইসলাম, ইয়াসমিন আক্তার, মো: শিপন ব্যাপারী, মো: রাকিব হাওলাদার, মিঠু হাওলাদার, মাসুদ হাওলাদার, নাবিদ হাসান ও মো: আব্দুল কাদের নাইম।
প্রধান অতিথির বক্তব্য এ্যাডভোকেট মনিরুজ্জামান মোংলা সড়ক নিরাপদ করতে তরুন প্রজন্মকে কাজ করতে আহবান জানান। হেলমেট বিহীন মটর সাইকেল না চালানো,ফিটনেস বিহীন গাড়ি না চালানে,নেশা অবস্থায় গাড়ি না চালানো,ড্রাইভারদের লাইসেন্স বিহীন গাড়ি না চালানোর ব্যাপারে গুরুত্বরোপ করেন তিনি। বক্তারা আগামী দিনে সড়ক নিরাপদে মোংলা উপজেলাব্যাপী কর্মসূচী গ্রহনে আহবান জানায়।
সভাশেষে উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সদস্যদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়।