যেখানে আপনার ভাবনার সীমা, সেখান থেকেই শেখ সাদীর শুরু….খোকসা-কুমারখালীকে নতুন স্বপ্নে জাগ্রত করার নাম শেখ সাদী। কুষ্টিয়া-৪ আসনের সম্ভাবনার প্রতীকও তিনি।


যেখানে আপনার ভাবনার সীমা, সেখান থেকেই শেখ সাদীর শুরু….খোকসা-কুমারখালীকে নতুন স্বপ্নে জাগ্রত করার নাম শেখ সাদী। কুষ্টিয়া-৪ আসনের সম্ভাবনার প্রতীকও তিনি।
আজ যারা শুধু প্রতিশ্রুতিতে সীমাবদ্ধ, শেখ সাদী সেখানে কাজের মাধ্যমে আশার আলো দেখান। আপনি যেখানে ভাবেন, “আর কিছুই সম্ভব নয়”, সেখানেই শেখ সাদী বলেন, “এখনই শুরু”।
দলের প্রতি অবিচল আনুগত্য ও আস্থা, কর্মীদের প্রতি নিরেট ভালোবাসা আর জনগণের প্রতি অগাধ দায়বদ্ধতা-এই তিন শক্তিই তাকে আলাদা করেছে। তিনি শোষিতের পক্ষে, ন্যায়ের পক্ষে, পরিবর্তনের পক্ষে।
শেখ সাদী সেই মানুষ, যার ভাবনায় ভবিষ্যৎ-whose actions speak louder than slogans. তাই বলতেই হয়- যেখানে আপনার ভাবনার সীমা, সেখান থেকেই শেখ সাদীর শুরু।কুষ্টিয়া জেলা খন্দকার সজীব আহমেদ স্টাফ রিপোর্টার://24hrstvbd.com
আপনার মতামত লিখুন :
Leave a Reply
More News Of This Category