যে মানুষটা তার মেধা, প্রজ্ঞা, সততা ,নিষ্ঠা ,আদর্শ, সাধুতা ,প্রাণজ্বলতা , দক্ষতা,দিয়ে শিক্ষা ক্ষেত্রে সে তার নিজের উচ্চতাকে মহিমান্বিত, গৌরবান্বিত ,অপ্রতিদ্বন্দী ,করে তোলেন,।
ঠিক তখন একদল স্বার্থান্বেষী কুচক্রী স্বার্থপর মহল তার চরিত্রে কালিমা লেপনের উদ্দেশ্যে চক্রান্ত শুরু করেছে। এই সমস্ত মিথ্যা চক্রান্ত কারীদের ধিক্কার নিন্দা এবং কঠোর প্রতিবাদ জানাচ্ছি। আপাদ মস্তক একজন সৎ চরিত্রবান মানুষ তিনি।, ডাইনামিক ,রিমার্কেবল ,নন্দিত ,সামাজিক , রাজনৈতিক,অর্থনৈতিক ,সাংস্কৃতিক ,অঙ্গনের আইকন। অনেক গুনে গুণান্বিত, কোন বিশেষণে যে মানুষটাকে বিশেষায়িত করা যায় না ।সেই নির্ভীক মানুষটাকে আল্লাহ আপনি হেফাজত করুন ।যারা তার পিছনে জগদ্দল পাথরের মত মিথ্যা নাটক সাজিয়ে হেয় প্রতিপন্ন চেষ্টা করছে তাদের চক্রান্তকে ধুলিস্যাৎ করে দেন ।আমিন ।
সম্পাদক ও প্রকাশক:আবছার উদ্দিন