

যৌথ বাহিনীর সমন্বয়ে কালিয়াকৈরে বন বিভাগের উচ্ছেদ অভিযান চলছে
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা বিটের অধীনে সিনাবহ বাঘাম্বর এলাকায় আজ রবিবার (৩০ মার্চ) বেলা ১১ টা থেকে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ আনসার ও র্যাব সমন্বয়ে বন বিভাগের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।
ঢাকা বন বিভাগের আয়োজনে পরিচালিত এই অভিযানে ৫ আগস্টের পর অবৈধভাবে বনের জমিতে নির্মিত ঘরবাড়ি, জমি দখল, গজারি গাছ কর্তন ও দখল বাণিজ্যের বিরুদ্ধে ঢাকা বন বিভাগের উদ্যোগ এই অভিযান চালানো হচ্ছে।
অভিযানে উপস্থিত ছিলেন ঢাকা বন বিভাগের ডিএফও বশিরুল আল মামুন, ঢাকা বিভাগের এসিএফ ফাহিম মাসুদ, রেঞ্জ কর্মকর্তা, কালিয়াকৈর রেঞ্জের বিভিন্ন অফিসের বিট কর্মকর্তা ও কর্মচারীরা। এছাড়া অভিযানে ম্যাজিষ্ট্রট, সেনাবাহিনী,বিজিবি, পুলিশ, র্যাব, আনসার বাহিনী এবং উপজেলা প্রশাসনের কর্মকর্তারাও সহযোগিতা করছে
বনবিভাগ সুত্র জানায়, চন্দ্রা রেঞ্জের আওতাধীন সিনাবাহ ও বাগাম্বর এলাকায় অবৈধ দখলদারদেরকে সড়ে যাবার জন্য নোটিশ দিয়ে মাইকিং করে জানিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এতে তারা কর্নপাত না করায় আজকে বেলা ১১টায় উচ্ছেদ অভিযান শুরু হয়।
উচ্ছেদ অভিযান শুরুর দিকে বাগাম্বর এলাকায় লোকজন বাধা প্রয়োগ করে। এক পর্যায়ে দখলদার এলাকাবাসী ইটপাটকেল নিক্ষেপ করে।এ সময় বনকর্মীরা কয়েকজনকে আটক করে পরে ছেড়ে দেয়।ইতিমধ্যেই ৪টি বুলডোজার দিয়ে শতাধিক ঘরবাড়ি গুড়িয়ে দেয়া হয়েছে।
বাগাম্বর এলাকার কালাম জানান ১০/১২ বছর আগে আমরা এখানে বাড়ি ঘর তৈরি করে বসবাস করে আসছি আজকে ঈদের আগের দিন হঠাৎ করে বন বিভাগের লোকজন নির্মমভাবে আমাদের বাড়িঘর ভেঙ্গে গুড়িয়ে দিল আমরা এখন যাব কোথায়?
একই এলাকার আসমা বেগম বলেন আমরা ঘর বাড়ি করার সময় বন বিভাগের লোকদের সাথে আলোচনা করেই ঘর তৈরি করেছি আজকে হঠাৎ আমাদের ঘরবাড়ি ভেঙ্গে দিয়ে ঈদের আনন্দ কেড়ে নিল।
বন বিভাগ জানিয়েছে, দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং বনভূমি পুনরুদ্ধারে নিয়মিত অভিযান চালানো হবে।