

রাঙামাটির দুই পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছেন
রাঙ্গামাটি জেলা প্রতিনিধি বাংলাদেশ:
রাঙামাটির দুই পৌরসভার মেয়রকে অপসারণ করে প্রশাসক নিয়োগ দিয়েছেন জেলা প্রশাসক।রাঙামাটির দুটি পৌরসভায় মেয়রদের অপসারণ করে জেলা প্রশাসনের মাধ্যমে পরিচালনা করা হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন। এতে রাঙামাটি পৌরসভায় মো. আকবর হোসেনকে অপসারন করে অতিরিক্ত জেলা প্রশাসক ( আইসটি) নাসরিন সুলতানাকে পৌর প্রাশসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেনকে অপসরান করে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলামকে পৌরপ্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়।
রাঙামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, রাঙামাটি দুই পৌরসভায় জেলা প্রশাসনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এতে আমাকে বাঘাইছড়ি পৌরসভায় ও রাঙামাটি পৌরসভায় অতিরিক্ত জেলা প্রশাসক ( আইসটি) নাসরিন সুলতানাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আজ ১৯ আগষ্ট স্থানীয় সরকার মন্ত্রনালয় কর্তৃক সারাদেশসহ মেয়র পদ বাতিল প্রজ্ঞাপন ঘোষণা করেন। তার মধ্যে রাঙ্গামাটি ২ টি মেয়র পদ বাতিল করা হয়েছে।
রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন ও বাঘাইছড়ি পৌরসভার মেয়র জমির হোসেনের পদত্যাগ দাবিতে পৃথক আন্দোলন চালিয়ে যাচ্ছেন পৌরসভা দুটির স্থানীয় ছাত্র-জনতা এবং বিএনপির নেতাকর্মীরা। রোববারও সোমবার দফায় দফায় স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে অবৈধভাবে ক্ষমতা দখল করে অনিয়ম-দুর্নীতির আখড়ায় পরিণত করার দায়ে রাঙামাটির দুই পৌর মেয়রের পদত্যাগের দাবিতে টানা বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা। আকবর হোসেন যুবলীগের সভাপতি দায়িত্ব ছিলেন তার আগে ছাত্রলীগের সভাপতি ছিলেন। জমির হোসেন বাঘাইছড়ি পৌর আওয়ামীলীগের সভাপতি ছিলেন।
উল্লেখ্য এর আগে বেঁধে আলটিমেটাম শেষ হয়ে যাওয়ার পরও পদত্যাগ না করায় অবিলম্বে রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেনের পদত্যাগের দাবিতে রোববার দুপুর থেকে রাঙামাটি-চট্টগ্রাম সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেছেন আন্দোলনকারী স্থানীয় ছাত্র-জনতা। বিক্ষোভকারীরা মেয়র আকবরের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি অনিয়মসহ আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত থাকার অভিযোগও করেন। ইউজি প্রকল্প নয়ছয় করে ১০ লক্ষ টাকা ৪ লক্ষ ৩৪ হাজার দেখিয়ে পৌরসভার জন্য ডাম্পিং জন্য ক্রয় দেখায়। এসব দুর্নীতি ক্ষমতার অপব্যবহার করে দুদকের মামলা হয় । স্থানীয় সরকার মন্ত্রনালয়ের ওয়েব সাইটে ক্ষমতার অপব্যবহার অন্যর নামে দেশ বিদেশে আয় বহির্ভূত সম্পদ করার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেন সংশ্লিষ্ট সচিব। গত বছর বিভিন্ন জাতীয় পত্রিকায় দুর্নীতি র সংবাদ প্রকাশিত হয়।#