

রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যোগে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপন করা হয়েছে।
আজ ১৪ এপ্রিল ২০২৫ ইং সকালে উপজেলার প্রশাসনিক চত্বরে আয়োজন করা হয় বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা। এতে সরকারি কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের জনগণ অংশ নেন। উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর নৃত্য ও সংগীত পরিবেশনা। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার বলেন, নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতির চিরায়ত উৎসব। এ উৎসবের মাধ্যমে আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একত্রিত হই, আনন্দ ভাগাভাগি করি। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী সহ সুশীল সমাজের প্রতিনিধি এবং উৎসুক জনতা। পহেলা বৈশাখের এই আয়োজন বাঘাইছড়িবাসীর মাঝে সৃষ্টি করেছে উৎসবমুখর পরিবেশ এবং নতুন বছরকে বরণ করে নিয়েছে প্রাণবন্ততায়।বাঘাইছড়ি প্রতিনিধি
আনোয়ার হোসেন
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের উদ্যেগে শুভ বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বাংলা ১৪৩২ শুভ নববর্ষ ।
১৪ এপ্রিল সোমবার সকাল ১১ ঘটিকায় সময় উপজেলার প্রশাসনিক চত্বরে আয়োজন করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। এতে সরকারি বেসরকারী, কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সহ অংশগ্রহণ করেন।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে স্থানীয় শিল্পীদের নিয়ে মনোমুগ্ধকর সংগীত নৃত্য পরিবেশনা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে উপজেলা প্রশাসনের পক্ষথেকে বাঙালির জাতীর ঐতিহ্য খাবারের ব্যবস্থা করা হয় পান্তা ইলিশ।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার শিরীন আক্তার বলেন, নববর্ষ আমাদের বাঙালি সংস্কৃতির একটি উৎসব। এ উৎসবের মাধ্যমে আমরা জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে একত্রিত হই, আনন্দ ভাগাভাগি করি, এবং বাঘাইছড়িবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানান।