

রাণীশংকৈলে অধিকার ও সেবা ফাউন্ডসের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ
আব্দুল জব্বার ঠাকুরগাঁও:
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ধর্মগড় ইউনিয়নের দরিদ্র, দুঃস্থ , পথচারী, অসহায়, প্রায় ৫০০টি পরিবারের মাঝে শনিবার (২৯ মার্চ) বিকেল ৩টায় ধর্মগড় কাউন্সিল ঈদগাহ মাঠে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজক ছিলেন অধিকার ও সেবা ফাউন্ডেশনের সভাপতি শাহিন আলম ।
এসময়ে উপস্থিত ছিলেন ধর্মগড় ৭ নং ওয়ার্ডের জামায়াতে ইসলামীর সভাপতি মিজানুর রহমান, কাদিহাট বটতলী নুরানী মাদ্রাসার মুহতামিম, মাওলানা লোকমান হোসেন, মাওলানা মুহাম্মদ ওমর ফারুক, মজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন এর শিক্ষক ও প্রেস ইমাম সহ অনেকে।
এ সময় সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ঈদের শুভেচ্ছা হিসেবে,শাড়ি, টুপি,সেমাই, চিনি, প্যাকেটজাত দুধ চাউল, তেল সহ অন্যান্য সামগ্রী বিতরণ করা হয়।
আয়োজক শাহিন আলম বলেন, অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে পারাই আমাদের মূল উদ্দেশ্য। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতেই আমার এই আয়োজন।
তিনি আরোও জানান, এ ধরনের মানবিক কার্যক্রম সমাজের প্রতিটি মানুষের করা উচিত। গরীব-দুঃস্থদের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই প্রকৃত ঈদের আনন্দ পাওয়া যায়।